এবার মিয়ানমারে বন্ধ হলো ইন্টারনেট
আন্তর্জাতিক

এবার মিয়ানমারে বন্ধ হলো ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক : মিয়নামারের রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নেওয়ার পর সামরিক বাহিনী এবার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এর আগে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হয়।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার সেনা বাহিনী।

নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি জানিয়েছে, প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সংযোগ সাধারণ অবস্থার চেয়ে ১৬ শতাংশ নিচে নেমে এসেছে। বিবিসি বার্মিজ শাখাও ইন্টারনেট বন্ধের খবর নিশ্চিত করেছে।

বিবিসি অনলাইন জানায়, সোমবার দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর আজ এই পদক্ষেপ নেয়া হল। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পর শনিবার রাত থেকে টুইটার ইন্সটাগ্রামও বন্ধ করে দেয় সামরিক শাসক। এ বিষয়ে সামরিক বাহিনীর কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পরপর ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নাগরিক অধিকার নিয়ে কাজ করা সমাজ সংস্থাগুলো ব্ল্যাকআউটের আদেশকে চ্যালেঞ্জ করে ইন্টারনেট সরবরাহকারী এবং মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজার হাজার মিয়ানমার নাগরিক। তারা প্রধান শহর ইয়াঙ্গুনে "সামরিক স্বৈরাশাসকে ব্যর্থ, ব্যর্থ; গণতন্ত্রের জয় হোক, জয় হোক – বলে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা এসময় নির্বাচিত নেতা অং সান সু চিসহ সেনাবাহিনী কর্তৃক আটককৃত অন্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়।

বিক্ষোভ দমাতে দেশটির প্রধান শহরগুলো অবরুদ্ধ করে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, অং সান সু চিসহ বেশ কয়েকজনকে আটক করে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা