আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম শিশুর মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য দপ্তরের পরিচালক এনগোজি ইজিকে খবরটি নিশ্চিত করেছেন। ইজিকের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একটি শিশুও আছে।

ইলিনয়ের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিকাগোতে মৃত শিশুটির বয়স এক বছরের কম। মৃত্যুর আগেই তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল।

“এর আগে কখনো কোভিড-১৯ এ কোনো শিশুর মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ বের করতে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে,” এক বিবৃতিতে বলেছেন বিভাগটির পরিচালক এনগোজি এজিকে।

ইলিনয়ের গভর্নর প্রিৎজকার এক প্রতিক্রিয়ায় জানান, শিশুটির মৃত্যুর খবরে তিনিও কেঁপে উঠেছেন। তিনি বলেন, “আমি জানি এ সংবাদ কতটা কঠিন, বিশেষ করে ছোট এ শিশুর মৃত্যুর খবরটি। তার পরিবারের জন্য এটি অনেক কষ্টকর। আমাদের শোকার্ত হওয়া উচিত।”

গত সপ্তাহে ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তা জেরোমে সলোমন প্যারিসের ইলে-দে-ফ্রান্স এলাকায় কোভিড-১৯ এর রোগী ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। একই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের জনস্বাস্থ্য বিভাগও এক কিশোরের কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর খবর দিয়েছিল।

রবিবার (২৯ মার্চ) পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৩ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে ২ হাজার ২শ' ২৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা