আন্তর্জাতিক

কৃষকদের অনশনে যোগ দেবেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ দিন ধরে দিল্লি সীমানা অবরোধ করে ভারতের কৃষকদের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে এবার অনশনের ডাক দিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকরা। এদিকে কৃষকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজকের অনশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যোগ দেবেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) অনশন ঘোষণার প্রথমদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টার অনশনের ডাক দিয়েছেন তারা। এই সময়ে তারা কোনও খাবার গ্রহণ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন। নিজেদের আন্দোলন আরও জোরদার করতে অনশন পালন করা হবে বলে কৃষক নেতারা জানিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিয়াল বলেন, ‘আমি কৃষকদের অনশনে যোগ দিব। এই সময়ে আমি কোনও খাবারও গ্রহণ করবো না। আম আদমি পার্টির স্বেচ্ছাসেবকদেরও আমি অনশনে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের উচিত দ্রুত কৃষকদের দাবি মেনে নেয়া এবং সর্বনিম্ন সহায়ক দাম (এমএসপি) নির্ধারণে বিল পাস করা।’

গত ১৮ দিন ধরে দিল্লি সীমানা অবরোধ করে বসে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। কিন্তু ভারত সরকার এখনও কৃষকদের দাবিতে সাড়া দেয়নি। এই অবস্থায় বিভিন্ন কৃষক সংগঠনের প্রধানরা সোমবার একদিনের অনশন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেন। কৃষক নেতা গুরনাম সিং চাদুনি বলেন, 'আজ থেকেই কৃষকদের চলমান এই আন্দোলন আরো তীব্র।'

তিনি জানান, বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা যে যেখানে আছেন, সেখানে বসেই তারা অনশন করবেন। পাশাপাশি দেশজুড়ে প্রতিটি জেলার সদর দফতরেও বিক্ষোভ চলবে। এ ছাড়া দিল্লির সীমানায় প্রতিদিন যেভাবে বিক্ষোভ কর্মসূচি চলছে, তা চলবে।

প্রায় ৩ সপ্তাহ চলমান আন্দোলনে কোনও সমাধান না হওয়ায় ভারত সরকারও অস্বস্তিতে রয়েছে। গত ৫ দিনে আইআরসিটিসির মাধ্যমে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে প্রায় ২ কোটি মেইল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে শিখদের জন্য যে ১৩ দফা কর্মসূচি হাতে নিয়েছেন, তার বিস্তারিত তুলে ধরা হয়েছে এসব মেইলে।

কৃষকরা দাবি আদায়ে তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে কৃষি আইন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দোলনে সংহতি জানাতে পদত্যাগ করেছেন পাঞ্জাবের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) প্রিজন লক্ষিন্দর সিং জাখার। শনিবার পদত্যাগের পর জাখার বলেন, ‘আমি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আমার পদত্যাগপত্র গৃহীত হতে কোনও সমস্যা হবে বলে মনে করি না।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির কবর খনন

হাদির কবর খননের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য...

কুষ্টিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা...

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত 

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকা...

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন মবোক্রেসি কঠোর হস্তে দম...

হান্নান মাসউদকে হত্যার হুমকি, মূলহোতা আটক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান...

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা, আহত ৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যাল...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা