আন্তর্জাতিক

স্ত্রীর কারণে সেচ্ছায় আইসোলেশনে জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণার মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি জর্জও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা। কানাডায় এ ভাইরাসে এখন পর্যন্ত ১০৩ জন আক্রান্ত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পরীক্ষায় সোফির শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বুধবার যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর থেকে ট্রুডোর স্ত্রী শরীরিকভাবে অসুস্থতা বোধ করেন। এরপর তার করোনা ভাইরাসের পরীক্ষ করা হলে পজেটিভ রেজাল্ট আসে।

টুইটারে মুখপাত্র এক বিবৃতিতে বলেন, জাস্টিন ট্রুডো সুস্থ রয়েছেন। তার শরীরে এখনও করোনার কোনও লক্ষণ ধরা পড়েনি। আপাতত আইসোলেশনে থাকবেন ট্রুডোর স্ত্রী। আর ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, ট্রুডোর তেমন কোনও আশঙ্কা না থাকলেও চিকিৎসকদের পরামর্শে তার স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ কারণে তিনি বাসায় থেকেই তার প্রতিদিনের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।

এ কারণে এরইমধ্যে অটোয়ায় প্রাদেশিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ট্রুডোর পূর্বনির্ধারিত বৈঠকসহ বাইরের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে ফোনের মাধ্যমে তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। এছাড়া অন্যান্য নেতাদের যেসব ব্রিফিং, মিটিং এমনকি বিশ্ব নেতাদের সঙ্গে হতে যাওয়া কোভিড-১৯ কেবিনেট আলোচনাতেও তিনি বাসা থেকে অনলাইনের মাধ্যমে অংশ নেবেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট অনুযায়ী এখন পর্যন্ত এ ভাইরাস ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৩৮০ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে চার হাজার ৬৩৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৩১৩ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা