আন্তর্জাতিক

ম্যাক্রোর মন্তব্য মেনে নিতে মুসলিম বিশ্বের প্রতি আমিরাত মন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনকে ঘিরে বিশ্বব্যাপি মুসলিমদের প্রতি অতি আবেগী না হওয়ার আহবান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোর বক্তব্যকে মেনে নিতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে আমিরাতের মন্ত্রী বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্য ছিল পশ্চিমা সমাজে সুসংহতি আনার প্রয়োজনীয়তা থেকে।সূত্র :আলজাজিরা ।

আলজাজিরা জানায়, জার্মান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার এমন মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ‘ম্যাক্রো কী বলেছেন সেটি মুসলিমদের সতর্কভাবে শুনতে হবে। পশ্চিমা সমাজ থেকে মুসলিমদের তিনি আলাদা করতে চান না এবং তিনি একেবারেই সঠিক ‘

পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের আরও ভালোভাবে সুসংহত করার প্রয়োজন আছে বলে আমিরাতের মন্ত্রী দাবি করেন। আনওয়ার গারগাশ বলেন, ‘চরমপন্থা ও গোষ্ঠীবদ্ধতার বিরুদ্ধে সমান্তরালভাবে লড়াইয়ের পন্থা খুঁজে বের করার অধিকার ফ্রান্স সরকারের আছে।’ফ্রান্সে বসবাসরত মুসলিমদের দেশটি থেকে বের করে দিতে চাইছেন ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি।

ক্লাসরুমে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করায় এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার জেরে মুসলিমদের তিনি বিচ্ছিন্নতাবাদের জন্য অভিযুক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, ইসলাম সংকটে আছে। এমনকি ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ হবে না বলেও মন্তব্য করেছিলেন ম্যাক্রো। এরপর ফ্রান্সে বড় বড় ব্যানারে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন ঝোলানো হয়। এতে গোটা বিশ্বের মুসলিমরা ক্ষোভ প্রকাশ করে এবং ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়।

এমন পরিস্থিতিতে ফ্রান্সের সঙ্গে মুসলিম বিশ্বের টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোয় মুসলিমদের কষ্টের অনুভূতি বুঝতে পারছেন বলে ইম্যানুয়েল ম্যাক্রো মন্তব্য করেছেন। আল-জাজিরাকে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট জানান, ইসলাম ধর্মে উগ্রবাদীদের বিরুদ্ধে তিনি লড়াইয়ের চেষ্টা চালাচ্ছেন। উগ্রবাদ সকল মানুষের জন্য ক্ষতিকর, বিশেষ করে মুসলমানদের জন্য।

ম্যাঁক্রো বলেন, মুসলিম বিশ্ব তাদের যে অনুভূতি প্রকাশ করছে তা আমি বুঝতে পারছি। এতে তাদের অনুভুতির প্রতি আমি সম্মান জানাই। কিন্তু আপনাকে অবশ্যই আমার এই মুহূর্তের ভূমিকা বুঝতে হবে। এখানে দুটি করার সময় আছে: শান্তির বিষয়টা তুলে ধরা এবং এই অধিকারগুলোও রক্ষা করা।তিনি আরও বলেন, ‘কথা বলার, লেখার, চিন্তার এবং আঁকার মতো মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আমি সব সময় আমার দেশকে সমর্থন দেব।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দ...

ডাকসু নির্বাচনে মব সৃষ্টি করে ছাত্রদলকে বাধা দেয়া হয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন...

রূপলাল-প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত, গ্রেপ্তার নেই

রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও...

বলিভিয়ার মানুষ  দীর্ঘ দুই দশকের বামপন্থী শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

দুই দশক ধরে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া শাসন করছে বামপন্থী মুভমেন্ট অব সোশ্যাল...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা...

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আজই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ...

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো...

আরিয়ানই আমার ভবিষ্যতের আস্থা : শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু...

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা