সান নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় পৌনে পাঁচ কোটি মানুষ। এ ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ১২ লাখ ১১ হাজার ৪২১ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪০ লাখ ৩৬ হাজার ১০৭ জন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান প্রকাশকারী ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখনো সংক্রমিত হয়েছেন চার কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৬২ জন।
সান নিউজ/এসএম