আন্তর্জাতিক

ট্রাম্পের চোখে প্রবীণরা ‘অপ্রয়োজনীয়’ : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের কড়া সমালোচনা করেছেন দেশটির আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নির্বাচনী অন্যতম লড়াইক্ষেত্র হিসেবে পরিচিত দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাস কেন্দ্রে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মঙ্গলবার ট্রাম্পের সমালোচনা করেন তিনি।

এ সময় প্রবীণদের ব্যাপারে ট্রাম্পের উদাসীনতার তীব্র সমালোচনা করে বাইডেন বলেন, করোনাভাইরাস মহামারির উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ হিসেবে মনে করেন প্রেসিডেন্ট।

মহামারি মোকাবিলার কৌশল নিয়ে মার্কিন এ দুই প্রেসিডেন্ট প্রার্থীর মাঝে নীতিগত পার্থক্য রয়েছে। সোমবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠে এখন নিজেকে সুপারম্যানের মতো বোধ করছি।

গত ১ অক্টোবর মার্কিন এই প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। তিন রাত হাসপাতালে কাটানোর পর চিকিৎসকরা নির্বাচনী প্রচারণায় ফেরার অনুমতি দেন তাকে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর গত সোমবার ফ্লোরিডায় প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭০ ভোট পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে মনে করা হয় ফ্লোরিডা এবং পেনসিলভানিয়াকে।

নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময়ের আগে এক জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে। রিয়েল ক্লিয়ার পলিটিকসের এক জনমত জরিপ বলছে, ফ্লোরিডায় ডেমোক্র্যাট শিবির ৩ দশমিক ৭ শতাংশ পয়েন্টের ব্যবধানে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে আছে।

২০১৬ সালের নির্বাচনে ফ্লোরিডায় প্রবীণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চলতি বছরের নির্বাচনে ফ্লোরিডায় ট্রাম্প শিবির ধাক্কা খেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সাউদার্ন ফ্লোরিডার একটি কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব মেনে সেখানকার প্রবীণ ভোটারদের নিয়ে সমাবেশ করেছেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। প্রবীণ নাগরিকদের জন্য করোনাভাইরাস হুমকি হিসেবে দেখা দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্ব দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জো।

প্রবীণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অপ্রয়োজনীয়, আপনারা বিস্মরণযোগ্য, আসলে আপনারা কেউ নন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রবীণদের এভাবেই দেখেন। এভাবেই তিনি আপনাদের দেখেন।-বিবিসি, রয়টার্স

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা