মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার কূটনৈতিক সমাধান প্রসঙ্গে বলেছেন, ‘উভয় দেশকে আলোচনার মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হচ্ছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পাকিস্তান ও ভারতকে উত্তেজনা নিরসনে একটি দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ করছি।’
মধ্যস্থতা নিয়ে এক প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ট্যামি ব্রুস বলেন, ‘এ ধরনের পদক্ষেপের বিষয়টি গণমাধ্যমে আনা উচিত নয়।’
তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মার্কো রুবিও সংঘাত আরো বাড়তে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।’ ‘যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও ভারতের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘পাকিস্তান চায় ভারত পহেলগাম ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত করুক। আমরা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনারও প্রত্যাশা করি এবং এ ব্যাপারে সকল প্রচেষ্টাকে সমর্থন করি।’
তিনি বলেন, ‘কোনো যুদ্ধ হওয়া উচিত নয়। যুদ্ধ ও সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। কূটনীতিই সর্বোত্তম সমাধান।’
সূত্র: বিবিসি বাংলা
সাননিউজ/ইউকে