আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এতে আহত হয়েছে আরও ৩০ জন।
আরও পড়ুন: সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর মৃত্যুদণ্ড
শনিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে চালানো হামলায় আটটি আবাসিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি পরিষেবা। এই শহরটি রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।
এদিকে, হামলার কারণে আগুন ধরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দেশটির জরুরি বিভাগের কর্মীরা। সেই সময় রুশ বাহিনী আবারও হামলা চালিয়েছে বলে জানা যায়। এর আগে, বৃহস্পতিবার রাতে রুশ হামলায় ৫ জন নিহত হওয়ার খবর জানান ধেশটির প্রসিকিউটররা।
অপরদিকে, আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টিমের সাথে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে, তিনি আশা করছেন এই আলোচনা অর্থবহ হবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত আছে। তিনি একই সাথে এটি অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রতিদিন রাশিয়ার নতুন হামলা এবং বাস্তবতা নিজেই প্রমাণ করে যে রাশিয়াকে শান্তির জন্য বাধ্য করা উচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের সাথে প্রকাশ্যে বাদানুবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            