নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে মেঘলা আকাশ থাকতে পারে এবং একইসঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এছাড়া দিনের তাপমাত্রাও কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ঈদ নিরাপত্তায় পুলিশের পরামর্শ
শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অফিসের থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে৷ ফলে বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর এসময়ের মধ্যে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকায় আজ সকাল ৬টায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।
এছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
সান নিউজ/এএন