আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি অন্তত ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর।
শুক্রবার (৭ মার্চ) এ দাবি করে সংস্থাটি।
আরও পড়ুন: মোহাম্মদপুরে প্রবর্তনায় পেট্রোল বোমা হামলা
এর আগের দিন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদপন্থি বিদ্রোহীরা হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় বহু হতাহত হয়। এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির সেনা বাহিনী। এ সময় তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করে নতুন প্রেসিডেন্ট বাহিনী।
এদিকে, বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এ সময় তিনি হুমকি দিয়ে বলেন, আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে।
আহমেদ আল-শারা বলেন, আপনারা সকল সিরিয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। বর্তমানে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। আপনারা অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            