আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণ হাসবাইয়্যা এলাকায় ইসরায়েলি হামলায় ৩ জন সংবাদকর্মী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোর ৪টায় এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ওড়িশায় আছড়ে পড়েছে ডানা
নিহতদের মধ্যে ২ জন ক্যামেরাম্যান এবং ১ জন টেকনিশিয়ান। তবে এখনও তাদের নাম-পরিচয় ও কর্মস্থলের তথ্য প্রকাশ করা হয়নি।
ধারণা করা হচ্ছে, ড্রোন অথবা বিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় ঐ এলাকায় অবস্থানরত সাংবাদিকদের হোটেলটি বিধ্বস্ত হয়। তবে কোনো ধরনের নির্দেশনা না দিয়েই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সান নিউজ/এমএইচ