সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: গাজার মধ্য ও দক্ষিণাঞ্চল গুরোতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে আরও অর্ধশতাধিক নিহত হয়েছেেএবং শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) ১ প্রতিবেদনে এ সকল তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: বিশ্ব আবহাওয়া

এ সময় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, শনিবার (২৭ জুলাই) সকাল হতে মধ্য গাজার দেইর আল-বালাহ ও দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলায় ৫৩ জন নিহত হয়েছে। এতে আরও ১৮৯ জন আহত হয়েছেন। এরই মধ্যে দেইর আল-বালাহ শহরের কাছে ১টি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল। ঐ স্কুলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ সময় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও ৮ জন নারী রয়েছেন। তাছাড়াও স্কুলটিতে অবস্থানরত আরও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: ধূলিঝড়ে গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ৪

অপরদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেন, খাদিজা স্কুলের ভেতরে হামাসের ১টি নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল। এ সময় স্কুলটিকে হামাস হামলার নির্দেশ, পরিকল্পনা করার ও অস্ত্র মজুত করে রাখার গোপন স্থান হিসেবে ব্যবহার করছিল।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, এই হামলায় নিহতরা হামাসের কেউ না বরং সবাই-ই বেসামরিক নাগরিক। এমনকি, তাদের মধ্যে বেশিরভাগই শিশু। ১টি ভিডিও যাচাই করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও বলেন, হামলায় আহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে দেখা যায়।

এদিকে টেলিগ্রামে দেওয়া ১ বিবৃতিতে হামাস জানান, হামলার স্কুলটি আমরা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছি- এই খবরটি মিথ্যা। ইসরায়েল ইচ্ছা করেই সেখানে হামলা চালিয়েছে এবং এতে নিহত হয়েছেন বাস্তুচ্যুত-অসুস্থ ও আহত মানুষজন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরও পড়ুন: গায়েমির আঘাতে ফিলিপাইনে নিহত ২০

মোস্তফা রাফাতি নামে ১ প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, হঠাৎ বিকট বিস্ফোরণে আমি কেঁপে উঠি ও মাটিতে পড়ে যাই। এব পরে কোনো রকমে উঠে দৌড়ে স্কুলের ভেতরে যাই এবং সেখানে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পড়ে থাকতে দেখি। এইড ভয়ানক ১ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।

গত বছরের শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় বর্বর বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এ সময় তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৯,২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ এবং ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাকরি হারিয়ে জি-নাইন কলা চাষে ভাগ্যবদল  

বাগেরহাটের ফকিরহাটে জি-নাইন (গ্রান্ড নাইন) জাতের কলা চাষ করে আলোচনায় এসেছেন স...

মোরেলগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ৫ লাখ মানুষ

মোরেলগঞ্জে পানগুছি নদীটিতে ব্রিজ না থাকায় সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জ ও শরণখ...

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন।

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার সকাল মাদ...

সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন

অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন যারা দেখেননি তারা ছুটিতে বেড়িয়ে যেতে প...

সৌন্দর্যের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন

অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন যারা দেখেননি তারা ছুটিতে বেড়িয়ে যেতে প...

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন।

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার সকাল মাদ...

চাকরি হারিয়ে জি-নাইন কলা চাষে ভাগ্যবদল  

বাগেরহাটের ফকিরহাটে জি-নাইন (গ্রান্ড নাইন) জাতের কলা চাষ করে আলোচনায় এসেছেন স...

মোরেলগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ৫ লাখ মানুষ

মোরেলগঞ্জে পানগুছি নদীটিতে ব্রিজ না থাকায় সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জ ও শরণখ...

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা