আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী ম্যানিলাসহ সমগ্র উত্তর ফিলিপাইনে ঘূর্ণিঝড় গায়েমির আঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলের হামলায় নিহত ১২৯
মঙ্গলবার (২৩ জুলাই) ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গায়েমি। আছড়ে পড়ার কিছু সময় পর বাতাসের গতি কমে এলও ভারী বর্ষণ অব্যাহগত থাকে। ফলে রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন শহর ও গ্রামে বুধবার থেকেই শুরু হয় বন্যা।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জেআর এক বিবৃতিতে জানান, রাজধানী সহ বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে। এছাড়া বন্যায় আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজও চলছে। বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ায় আশ্রয়কেন্দ্রের পাশাপাশি স্কুলঘর ও গির্জাতেও আশ্রয় নিয়েছেন অনেকে।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            