আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৩১৩৭
রোববার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজার বাসিন্দাদের জন্য তার দেশ এক কোটি লিটার জ্বালানি পাঠাবে। গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক।
উল্লেখ্য, গাজায় ৬ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
আরও পড়ুন: ত্রাণকর্মীদের হত্যার তদন্ত চায় জাতিসংঘ
গত বছরের ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে ১২০০ জনের বেশি মানুষকে হত্যা করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। একই দিন আরও ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় গোষ্ঠীটি।
সে দিনই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত ৩৩ হাজার ১৭৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ৭৫ হাজার ৮৮৬ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: রয়টার্স।
সান নিউজ/এনজে