ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মৃত্যুতে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা নেমেছে তিনশোর নিচে। কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রীর আহ্বান

রোববার (৫ মার্চ) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বেজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন। যা আগের দিনের তুলনায় দুই শতাধিক কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৯৪৬ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৩২০ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬ লাখ ৭ হাজার ৬৪০ জনে।

আরও পড়ুন : অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে তদন্ত কমিটি

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৩৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৫৬৯ জনে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২৫৫ জনের।

দৈনিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুতে শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৮১ জন। করোনা মহামারির শুরু থেকে জাপানে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৭২ হাজার ৭২১ জন মারা গেছেন।

আরও পড়ুন : ফিলিপাইনে বন্দুক হামলায় নিহত ৬

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯৭ জন এবং মারা গেছেন ৭১ জন। এতে মহামারির শুরু থেকে এই ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ৯৪ হাজার ৭৩৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১৮ হাজার ১৪৩ জন মারা গেছেন।

এ সময় পোল্যান্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১২ জন এবং মারা গেছেন ১১ জন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য বড় হুমকি

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ১২ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৬ হাজার ৭৩৫ জন মারা গেছেন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১২১ জন এবং মারা গেছেন ৬ জন।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭০

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৩ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ১৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০ জনের।

এ সময় চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ১২ জন।

আরও পড়ুন : শান্তিরক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা