মাদারীপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়াদুদ জনি মিয়াসহ সংগঠনের সদস্যদের অর্থায়নে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এসব শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়।
এ সময় মানব কল্যাণ সংগঠন, মাদারীপুর-এর সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী কামাল হোসেন খান জানান, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যেমন—সংগঠনের মাধ্যমে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম বিতরণ এবং এমনকি ছাগল বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সংগঠনের উদ্যোগে পূর্ব টুবিয়া এলাকায় অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ সংগঠন, মাদারীপুর-এর উপদেষ্টা অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, এপেক্স ক্লাব অব মাদারীপুর-এর সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া, তারুণ্য পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান প্রমুখ।
সাননিউজ/আরপি