নিউজ ডেস্ক: খুব দ্রুত ঔজ্জ্বল্য হারাচ্ছে পৃথিবী! আর সেটাই আরও বেশি সঙ্কট তৈরি করছে। উষ্ণতর হয়ে উঠছে এই গ্রহ। আসলে দীর্ঘদিন ধরেই জলবায়ু পরিবর্তনের জেরে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাড়ছে আর গরম হয়ে চলেছে পৃথিবী।
এ বিষয়ে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১৯৯৮ থেকে ২০১৭, এই কয়েক বছরে পৃথিবীর ঔজ্জ্বল্য প্রতি বর্গ মিটারে আগের বছরগুলির চেয়ে অর্ধেক ওয়াট করে কমেছে। শতাংশের হিসাবে আগের বছরগুলির চেয়ে পৃথিবীর ঔজ্জ্বল্য ০.৫ শতাংশ কমেছে। যার অর্থ, আগের চেয়ে এই গ্রহ কম পরিমাণে সূর্যালোক প্রতিফলিত করছে। সাধারণত, সূর্যালোকের ৩০ শতাংশ প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দেয় পৃথিবী।
কেন এই প্রতিফলন কমছে?
বিজ্ঞানীরা দেখেছেন, গত ২০ বছরে মহাসাগরগুলির তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে। এর ফলে, মহাসাগরগুলির উপরের মেঘ আগের চেয়ে অনুজ্জ্বল হয়ে পড়েছে। মেঘ ঔজ্জ্বল্য হারিয়েছে বলেই পৃথিবী আগের চেয়ে সূর্যালোক কম প্রতিফলিত করছে।
এটা কীভাবে বোঝা যায়?
আসলে পৃথিবী কতটা সূর্যালোক প্রতিফলিত করছে, তা বুঝতে পৃথিবী চাঁদকে কী পরিমাণে আলোকিত করছে সেটা দেখছেন গবেষকরা।
সাননিউজ/ডি
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            