তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি। হাড়কাঁপানো তীব্র শীতে কাঁপছে মানুষ। শীতের সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
প্রচণ্ড কুয়াশার কারণে কচুয়া-বেতাগীর বিষখালী নদীতে বন্ধ ছিল ফেরি ও খেয়া নৌকা। ফেরি ও খেয়াঘাট বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।

দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। বেকার হয়ে পড়েছে দিনমজুররা। অসহায় হয়ে পড়ছে নিম্নআয়ের মানুষ। বেড়ে যাচ্ছে শীতকালীন রোগব্যাধি। শীতের প্রকোপে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান ও সড়কপথে যানবাহন চলাচল।

অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
সাননিউজ/আরআরপি