কুষ্টিয়ায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (০৩ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযানে মোট ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই এসব ভাটা পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তর জানায়, কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সাননিউজ/আরপি