ছবি: সংগৃহীত
পরিবেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদাহের পর রাজধানীর বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে।

আরও পড়ুন: ১০ জেলেকে মুক্তি দিল আরকান আর্মি

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। রাত ৯টার দিকে রাজধানীর কয়েকটি এলাকায় শুরু হয় বৃষ্টি। দাবদাহের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে মধ্য বৈশাখের এ হালকা বৃষ্টি।

এ সময় রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার ও রায়েরবাগসহ একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে। অন্যান্য এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা অবস্থায় দেখা গেছে।

বৃষ্টি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস এসেছে জনজীবনে। বৃষ্টি হওয়ায় অনেকেই স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তবে সাময়িক ভোগান্তিতে পড়েন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।

আরও পড়ুন: আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আলামিন নামে শহরের এক বাসিন্দা জানান, বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো। বৃষ্টির পর রোদে গা জ্বলা যে ভাবটি ছিল এতদিন, সেটি আর নেই। খুব ভালো লাগছে।

আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আরেক বাসিন্দা জানান, বৃষ্টির পর এখন অনেকটা স্বস্তি পাচ্ছে মানুষ।

তবে বৃষ্টি-বিলাসের এ দিনটিতে ভয়ংকর ঘটনাও ঘটেছে। আজ একদিনেই চট্টগ্রাম বিভাগে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এ পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম কমলো

উল্লেখ্য, গত এক মাস ধরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যায়।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার (৩ মে) বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া বিরাজমান তাপ প্রবাহ পূর্ববর্তী এলাকায় অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম

শনিবার (৪ মে) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে এবং তীব্র তাপপ্রবাহ হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী ৫ দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে। এতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে ও তাপপ্রবাহের এলাকা কমে যেতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা