ছবি-সংগৃহীত
বিনোদন

কার্তিক-করণের ‘দোস্তানা’র ইঙ্গিত

বিনোদন ডেস্ক: দু’বছর আগে কার্তিককে নিয়ে ‘দোস্তানা ২’-এর ঘোষণা করেছিলেন করণ জোহার। কিন্তু অজ্ঞাত কারণে করণ প্রযোজিত সেই ছবি থেকে বাদ পড়েন কার্তিক।

বলিউডে তারকাদের মধ্যে যেমন মতবিরোধ হয়, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে তা মিটেও যায়। কখনও তা নিজেদের স্বার্থে, কখনও আবার সিনেমার স্বার্থে।

আজ (বুধবার ২২ নভেম্বর) কার্তিক আরিয়ানের জন্মদিন। বিশেষ দিনে নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। কিন্তু, সেখানে রয়েছে বড় চমক। ছবিটির প্রযোজক করণ জোহর। যা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।

আরও পড়ুন: নৌকায় পাড়ি জমাচ্ছেন তারকারা

করণের প্রযোজনা সংস্থার তরফে সামাজিকমাধ্যমের পাতায় লেখা হয়, ‘‘লাইটস, ক্যামেরা এবং চমক।’’ সেখানে জানানো হয়েছে নতুন ছবিটির সহ-প্রযোজক একতা কাপূরের বালাজি টেলিফিল্মস। ছবিটির পরিচালক সন্দীপ মোদী। তবে ছবির শিরোনাম এবং বিষয়বস্তু নিয়ে এখনই কোনও তথ্য ঘোষণা করা হয়নি। করণ এই প্রসঙ্গে তার সামাজিকমাধ্যমের পাতায় লিখেছেন, ‘‘প্রতিভাবান অভিনেতা কার্তিক আরিয়ানকে এই ছবিতে মুখ্য চরিত্রে পেয়ে আমরা গর্বিত।’’ এখানেই থেমে থাকেননি করণ। জন্মদিনে কার্তিককে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘শুভ জন্মদিন কার্তিক। আশা করি, আমাদের জুটি ভবিষ্যতে আরও পোক্ত হবে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক ম্যাজিক পর্দায় হাজির করব।’’

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে সালমান

করণ এবং কার্তিকের অম্লমধুর সম্পর্ক অনেকেরই জানা। একটু পিছিয়ে যাওয়া যাক। দু’বছর আগে কার্তিককে নিয়ে ‘দোস্তানা ২’ ছবিটির ঘোষণা করেছিলেন ধর্মা প্রোডাকশন্স-এর কর্ণধার। কলিন ডি’কুনহার পরিচালনায় এক মাস ছবির শুটিংও হয়। কিন্তু তারপর করণ এবং কার্তিকের মধ্যে মতবিরোধের কারণে ছবিটি থেকে বাদ পড়েন কার্তিক। শুধু তা-ই নয়, প্রযোজনা সংস্থা জানায় নতুন অভিনেতাদের নিয়ে ছবিটি আবার তারা শুরু করবে। তবে এই প্রসঙ্গে কার্তিক বা করণ কেউই মুখ খোলেননি।

আরও পড়ুন: রাজনীতিতে মাধুরী!

নতুন এই ছবিটির বিষয়বস্তু সম্পর্কে ইঙ্গিত মিলিছে কার্তিকের পোস্টে। সামাজিকমাধ্যমের পাতায় অভিনেতা লিখেছেন, ‘‘সাহস এবং ত্যাগে পরিপূর্ণ ভারতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় এবার আমার জীবনের অংশ হতে চলেছে।’’ ফলে বোঝাই যাচ্ছে দেশপ্রেমের কথা বলবে কার্তিকের এই নতুন ছবিটি। সূত্রের খবর, করণ প্রযোজিত এই নতুন ছবিটির বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। চিত্রনাট্য নিয়েও ঘষামাজা চলছে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ছবিটি ২০২৫ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা