ছবি-সংগৃহীত
বিনোদন

বুবলীর মুখোমুখি শাকিব খান

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে ঈদে পর্দায় উপস্থিত হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান।

আরও পড়ুন: চলে আসলে ফিরেও তাকাই না

ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক তপু খান।

এরই মধ্যে শতাধিক সিনেমা হলে এটি মুক্তির জন্য বুকিংও দেওয়া হয়ে গেছে বলে খবরে প্রকাশ।

অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন শাকিব খানের। তার নায়ক জয় চৌধুরী। পরিচালক সোলায়মান আলী লেবু। এ সিনেমাটিও বিশের অধিক হল বুকিং দিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: সার্জারি করিয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

এদিকে শাকিব খানের ভক্তরা চাইছেন, তাদের প্রিয় নায়ক অভিনীত সিনেমাটি ব্যবসাসফল হোক। এজন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন তারা। অন্যদিকে অপু ভক্তরাও পিছিয়ে নেই। তারা চাইছেন, বুবলীকে পেছনে ফেলে তাদের প্রিয় নায়িকাকে এগিয়ে রাখতে। এ নিয়ে বলা যায় এখন ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যক্তি আক্রমনও শুরু হয়েছে। যদিও দুই সাবেক স্ত্রীর মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে বরাবরের মতোই চুপ শাকিব খান।

জানা গেছে, সিনেমার খাতিরেই এ মুহূর্তে বুবলীর সঙ্গে মিশছেন তিনি। যার প্রতিফলন দেখা গেছে নিজের জন্মদিনে। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিবের বাড়িতে কেক নিয়ে হাজির হয়েছিলেন বুবলী। তুলেছেন শাকিবের সঙ্গে ছবি। খাইয়ে দিয়েছেন কেক। অপু বিশ্বাসও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিবকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন। কিন্তু সে আয়োজনে শুধু ছেলে জয়ের সঙ্গেই শাকিবের ছবি দেখা গেছে। অপুর সঙ্গে কোনো ছবি তুলেছেন কিনা সেটা জানা যায়নি। তুললেও তা প্রকাশ হয়নি।

আরও পড়ুন: শাকিব-বুবলীর মুখোমুখি অপু-জয়!

এদিকে ঈদের সিনেমা নিয়ে বরাবরের মতোই আশাবাদী শাকিব খান ও বুবলী। শাকিব খান নিজের ফেসবুক পেইজ থেকে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন সিনেমাটির। অন্যদিকে অপু বিশ্বাসও একই পথে হাঁটছেন। তাই দুই তারকার ভক্তরা অপেক্ষা করছেন, ঈদে মূলত সাফল্যের পাল্লা কার দিকে ভারি হয়।

তবে অতীত ইতিহাস বলে, শাকিবই আপাতদৃষ্টিতে জিতবেন। আবার এটাও সত্যি, অতীতের সেসব ইতিহাসে শাকিবের বেশিরভাগ সিনেমায় সঙ্গী ছিলেন অপু বিশ্বাস।

প্রসঙ্গত, শাকিব খান ও বুবলী অভিনীত সর্বশেষ সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলতে গিয়ে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস, শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান নামে ৪ বছরের এক শি...

কভার্ড ভ্যান–বাসের মাঝে পিষে মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় বাস ও কভার্ড ভ্য...

সাংবাদিকসহ ৪ পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

মাদারীপুরে মাহবুবুর রহমান বাদল নামের এক সিনিয়র সাংবাদিককে ১৫ দিন ধরে অবরুদ্ধ...

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প...

ভারতের জার্সি গায়ে পাকিস্তানি খেলোয়াড়, ফেডারেশনের জরুরি সভা

পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড় বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি গায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা