গুজব রোধে থানায় গেলেন অপূর্ব
বিনোদন

গুজবের জেরে থানায় অপূর্ব!

বিনোদন ডেস্ক:

সম্প্রতি অভিনেতা অপূর্বের সঙ্গে নাজিয়া হাসান অদিতির ডিভোর্স হয়েছে। তবে ডিভোর্সের কারণ কোথাও জানা না গেলেও সম্প্রতি এক ব্যক্তির সম্পর্কের জেরে বিবাহ-বিচ্ছেদ হয়েছে বলে বেশ কিছু নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করে।

এ বিষয়টি নিয়ে বেজায় চটেছেন অপূর্ব। শুধু তাই নয়, থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উত্তরা পূর্ব থানায় এই অভিযোগ দায়ের করেন অপূর্ব।

অপূর্ব জানান, 'গত ২২/৭/২০২০ তারিখ থেকে কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এরিমধ্যে প্রায় সবাই জেনে গেছেন সেই ব্যাপারে আমি ওই সব অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘোষণা দেই। সেই পরিপ্রেক্ষিতে দুপুরে পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে ওইসব নিউজের বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।'

অপূর্ব আরও জানান, 'আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। অতএব অনলাইনে মিথ্যা, অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত সংবাদ প্রকাশের জন্য আমি সাইবার আইনের মাধ্যমেই ব্যবস্থা নিচ্ছি। সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় আমি অভিযোগ দায়ের করলাম।

বিষয়টিতে ন্যায় বিচার প্রত্যাশা এ অভিনেতার। অপূর্ব বলেন, 'আমি বিশ্বাস করি ন্যায় বিচার পাবো। সেই সঙ্গে এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যেও আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।'

এদিকে অপূর্ব টানা চার মাস পর গত ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণ প্রিয়’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন। এই নাটকের কাজ শেষ করে একই নির্মাতার ‘জানবে না কোনদিন’ নাটকের শুটিং করছেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা