বিনোদন

ইয়াং স্টার চ্যাম্পিয়ন ইপা

বিনোদন ডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেল বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘ইয়ং স্টার’-এর গ্র্যান্ড ফিনালে। এবার প্রথম আসরে কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার প্রতিযোগী রাইশা ফাইরোজ ইপা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে আরটিভিতে প্রচারিত হয়েছে গ্র্যান্ড ফিনালের পর্বটি।

ইপা পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন তিন লাখ টাকা। প্রথম রানারআপ রওনক জাহান রাইসা। তিনি পেয়েছেন দুই লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন পূজা শীল। তিনি পেয়েছেন এক লাখ টাকা। আর এর মাধ্যমেই ড্যানিশের সৌজন্যে আয়োজিত এই রিয়েলিটি শোর পর্দা নামল।

সম্প্রতি তেজগাঁওয়ে অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় এর গ্র্যান্ড ফিনালের শুটিং সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, এফবিসিসিআইর প্রেসিডেন্ট মো. জসিম, পারটেক্স স্টার গ্রুপের পরিচালক সাবেরা এইচ মাহমুদ, জেনারেল ম্যানেজার ব্র্যান্ড মো. মোশারফ হোসেন ভূঁইয়া, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
এবারের ‘ইয়াং স্টার’-এর প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান, পড়শীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন খুরশীদ আলম, শওকত আলী ইমন, এস আই টুটুল, শান্তা ইসলাম, আজিজুল হাকিম প্রমুখ। সোহাগ মাসুদের প্রযোজনায় এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল।

আয়োজকেরা জানান, এবারের ‘ইয়াং স্টার’-এ অংশগ্রহণের জন্য সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগী আবেদন করেন। এর মধ্য থেকে নিয়ম অনুযায়ী মোট পাঁচ হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে এর বিচারকেরা যাচাই-বাছাই করে মোট ১৫০ জনকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে শুরু হয় মূল প্রতিযোগিতা। এভাবেই নানান রাউন্ডের মাধ্যমে শেষ হলো এই আয়োজন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার স...

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মে, ঐতিহা...

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে...

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচ...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

আরও ২ দিনের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে চলমান তাপপ্রবাহে নতুন করে চার বি...

মানুষের গড় আয়ু ৫ বছর বাড়বে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ২০৫০ সালের মধ্যে মানুষের গড় আয়ু ৫...

মানুষের সুন্দর ভবিষ্যত গড়ে দিয়ে যাব

নিজস্ব প্রতিবেদক : কী পেলাম- না পেলাম সেই চিন্তা করিনি। ভবিষ...

রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক সন্ত্রাসী আরসা

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আরসা ও অন্যান্য সন্...

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক : স্থায়ীভাবে বসবাস করার জন্য ১০ হাজারের বেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা