বিনোদন

প্রয়াত বাবার সঙ্গে এখনও কথা বলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক: বাবাকে হারিয়েছেন সেপ্টেম্বর মাসেই। এখনও যেন বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না শ্রীলেখা মিত্র। এখনও বাবার সঙ্গে নিজের কথা চালিয়ে যান। রোজ, প্রতিদিন। রোজ বাবার ফোনে ভয়েস রেকর্ড করে পাঠান। ফেসবুকে করা সেই পোস্টে নিজেই একথা লিখেছেন শ্রীলেখা।

বাবার ছবি থেকে কথা, নানান স্মৃতি উঠে এসেছে সেখানে। না ফেরার দেশে পাড়ি দিলেও বাবাকে যেন কিছুতেই কাছছাড়া করতে চাইছেন না এই টলি-অভিনেত্রী ।

আসলে, বাবা সন্তোষ মিত্রকে নিজের রোজকার জীবনের নানান খুঁটিনাটি বিষয় জানানোটা অভ্যাসে পরিণত হয়েছিল শ্রীলেখার। বাবার মৃত্যুর আগ পর্যন্ত তাই করে এসেছিলেন অভিনেত্রী। বাবাই ছিলেন তার বেস্ট ফ্রেন্ড, তার গাইড। বাবার থেকেই যে জীবনের যাবতীয় অনুপ্রেরণা পেয়েছিলেন সেকথাও বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে শোনা গেছে এই টলি-অভিনেত্রীর কথায়। কোনোদিন কোনও কাজে বাঁধা দেননি তাকে। সবসময় সবকিছুতে উৎসাহ জুগিয়েছেন তার বাবা। কয়েক বছর আগে মা'কে হারিয়েছেন শ্রীলেখা। তারপর থেকে বাবা তার জীবনের প্রায় সবটুকু জায়গা জুড়ে ছিলেন।

আসলে দীর্ঘ বছরের অভ্যাস তো একদিনে যায় না। যাওয়ার কথাও নয়। তার ওপর বাবার মত এত নিকট সম্পর্কীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে থাকা সম্পর্ক এর অভ্যাস থেকে বেরিয়ে আসা তো বেশ অনেকটাই কঠিন। তাই তো ফোন ভয়েসের রেকর্ডের জবাব ওই প্রান্ত থেকে আসবে না জেনেও কথা বলেন বাবার সঙ্গে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইউরোপ গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।সেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির স্ক্রিনিং হওয়ার সুবাদে সেখানে হাজির হয়েছিলেন তিনি। প্রায় একমাস ইউরোপে ছিলেন শ্রীলেখা। সেই বিদেশ সফর থেকে ফিরেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন শ্রীলেখা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা