বিনোদন

সঞ্জয়কে সমকামী ভাবতেন মা নার্গিস

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্ত। বলিউডের অত্যাধিক জনপ্রিয় তারকা। তবে বিতর্ক এবং সাফল্য সমানতালে এসেছে তার জীবনে। তারুণ্যে নেশাগ্রস্ত হয়ে পড়া, যৌবনে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কারাভোগ, আর অসংখ্য নারীসঙ্গী; এমন বৈচিত্র্যে ভরা ব্যক্তি তিনি।

এসব বিতর্ক তার জনপ্রিয়তা কিংবা বক্স অফিসের সাফল্য কমাতে পারেনি। সঞ্জয় তার সিনেমাটিক জীবনে অসংখ্য নারীর সঙ্গে প্রেম করেছেন এবং তাদের শয্যাসঙ্গী হয়েছেন।

মজার বাপার হল, সঞ্জয়ের মা নার্গিস মনে করতেন, ছেলে সমকামী! ছেলেকে নিয়ে একবার কথা বলতে গিয়ে প্রিয় বন্ধুকে নার্গিস জানিয়েছিলেন, যেকোনো ছেলে বন্ধু এলেই ঘরের দরজা বন্ধ করে দিতেন সঞ্জয়। এরপর থেকেই সঞ্জয়কে নিয়ে সন্দেহ বাড়তে থাকে তার।

অন্যদিকে নিজের আত্মজীবনীতে সঞ্জয় দত্ত বলেছেন, তিনি এতো নারীর সঙ্গী হয়েছেন যে, সেটার হিসাবও তার কাছে নেই। তবে সংখ্যাটা প্রায় ৩৫০ বলে উল্লেখ করেছেন অভিনেতা!

ছোটবেলায় পড়াশোনার প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না সঞ্জয়ের। কেবল বাবা সুনীল দত্তের নির্দেশেই তিনি কলেজে গিয়ে স্নাতক সম্পন্ন করেন। আর বাবার হাত ধরেই তিনি আত্মপ্রকাশ করেন সিনেমায়। ১৯৮১ সালে মুক্তি পায় সঞ্জয়ের প্রথম সিনেমা ‘রকি’। দুঃখজনক ব্যাপার হলো, সেই সিনেমা মুক্তির আগেই তার মা মারা গিয়েছিলেন।

মায়ের আকস্মিক মৃত্যুতে হতাশ হয়ে পড়েন সঞ্জয়। সেই হতাশা থেকে মাদকের নেশায় ডুবে যান তিনি। এতোটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে, সেই অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসাও ছিল অবিশ্বাস্য। তবে শেষ পর্যন্ত কামব্যাক করেন সাঞ্জু। আর মাতিয়ে তোলেন বলিউডকে।

খ্যাতিমান এই অভিনেতা আক্রান্ত হয়েছিলেন ক্যানসারেও। সেই ক্যানসারের থাবা থেকে মুক্তি লাভ করে এখন সুস্থ আছেন। নিয়মিত কাজ করছেন সিনেমায়। গত বছরই তার অভিনীত ‘সড়ক ২’ এবং ‘তরবাজ’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘শামশেরা’, ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’র মতো বিশাল আয়োজনের সিনেমাগুলো।

উল্লেখ্য, আজ ২৯ জুলাই সঞ্জয় দত্তের জন্মদিন। ১৯৫৯ সালের এই দিনে নির্মাতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিসের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চ...

চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া, দেশজুড়ে শোকের ছায়া

চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। তাঁর এ মৃত্যুতে দেশজুড়ে বইছে শোকের ছা...

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ডের মূলহোতা অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (৩৫)–কে নির্মমভাবে হত্য...

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

প্রকাশ্যে ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা

পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘন করলে ২,...

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা