বিনোদন

সমকামীর সঙ্গে সারা!

বিনোদন ডেস্ক: ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডের যাত্রাশুরু। এরপর ‘সিম্বা’, ‘লাভ আজকাল’ এবং ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় দেখা গেছে তাকে। বলেছি বলিউড তারকা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির সন্তান সারা আলী খানের কথা। সম্প্রতি সমালোচনায় এসেছেন তিনি। কারণ সারা গণমাধ্যমকে জানান, সমকামিতার পক্ষে রয়েছেন তিনি।

শুরু থেকেই তার কাজের জন্য চর্চার রয়েছেন তিনি। সম্প্রতি ‘আতরাঙ্গি রে’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। যেখানে তিনি অভিনয় করেছেন সুপারস্টার অক্ষয় কুমার এবং দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে। সিনেমাটির নির্মাণে আছেন আনন্দ এল রাই।

শোনা যাচ্ছে, এই সিনেমায় সারার কাজ বেশ পছন্দ হয়েছে নির্মাতার। সেজন্য তিনি নতুন আরেকটি সিনেমায় নিচ্ছেন সারাকে। ওই সিনেমার নাম ‘নখরেওয়ালি’। আনন্দ এল রাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হবে সিনেমাটি।

এই সিনেমার গল্প বোনা হয়েছে সমকামিতাকে ঘিরে। মূলত সমকামিতার বিষয়ে সমাজের মানুষকে সচেতন করার লক্ষ্যেই সিনেমাটি নির্মিত হবে। এতে সারা আলী খানের সঙ্গে থাকতে পারেন অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল।

বলিউড ভিত্তিক একটি গণমাধ্যমের সূত্র অনুসারে, ‘নখরেওয়ালি’ সিনেমার গল্পে এমন একজন পুরুষকে দেখা যাবে, যিনি ভেতর থেকে নিজেকে মেয়ে মনে করেন। এবং মেয়েদের মতোই পোশাক পরেন, চলাফেরা করেন। তার সঙ্গেই থাকছেন সারা আলী খান।

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন রাহুল শঙ্কালয়। প্রযোজক হিসেবে সবকিছুর দেখভাল করবেন আনন্দ। যদিও খবরটি এখনো গুঞ্জন হিসেবেই রয়েছে। তবে সেটা সত্যি হতে কতক্ষণ! কেননা ইতোমধ্যে সমকামিতা নিয়ে বলিউডে একাধিক সিনেমা হয়েছে।

সর্বশেষ ‘শুভ মঙ্গল জ্যায়দা সাবধান’ সিনেমায় বিষয়টি উঠে এসেছে। যেখানে অভিনয় করেছিলেন আয়ুস্মান খুরানা ও জিতেন্দ্র কুমার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির হতে পারে। তাই সেসব এলাকার নদ...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা