বিনোদন : কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর শুরু হয়েছে। আসরকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ আগেই ফ্রান্সে পৌঁছেছেন আমন্ত্রিত অতিথিরা। থাকতে হয়েছে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।
উৎসব পরিচালক অতিথিদের সুরক্ষা প্রসঙ্গে জানান, উৎসব প্রাঙ্গণে মাস্ক পরা বাধ্যতামূলক। তদারকি করা হবে কঠোর স্বাস্থ্যবিধি।
প্রদর্শনীতে দেখানো হয় ফ্রান্সের বিখ্যাত পরিচালক লিও কারা পরিচালিত অ্যানেট। এটি লিওর ১৪তম সিনেমা। এবারের উৎসবে ২৪টি সিনেমা স্বর্ণপামের জন্য প্রতিযোগিতা করবে।
এবার প্রথমবারের মতো যোগ হয়েছে কান প্রিমিয়ার বিভাগ। এ শাখায় ১০টি সিনেমা দেখানো হবে।
বাংলাদেশের জন্যও এবারের উৎসব বিশেষ। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল বিভাগ আ সার্তে রিগা–তে নির্বাচিত হয়েছে আবদুল্লাহ মুহম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। এর নির্মাতা, প্রযোজক, অভিনেত্রীসহ সাতজনের একটি দল কানের আয়োজনে অংশ নিয়েছেন। বুধবার (৭ জুলাই) প্যালে ডে ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে বাংলাদেশের এ ছবি।
সান নিউজ/ এমএইচআর