বিনোদন

ধোঁয়াশাময় ভিডিও নিয়ে প্রতিবাদী জয়া 

হাসনাত শাহীন : কি এপার বাংলা কি ওপার বাংলা-দুই বাংলাতেই এখন দারুণ জনপ্রিয় এক চরিত্র জয়া আহসান। দুই বাংলাতেই বেশ দাপটের সঙ্গেই অভিনয় করছেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন মিডিয়াতেও বেশ সরব থাকেন তিনি। তার পোস্টগুলোতে কখনও নিজের ছবি-ভিডিও থেকে শুরু করে বিভিন্ন সিনেমার ফটোশুটের ছবি যেমন তুলে ধরেন, তেমনই গণমানুষের জন্য সচেতনতা তৈরি এবং পরিবেশ পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে হাজির হন তিনি।

আজ রোববার (২৫ এপ্রিল) সকালে জয়া আহসান ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। বাসার ছাদ থেকে করা সেই ভিডিওতে তিনি দেখিয়েছেন- ধোঁয়াশাময় এক ঢাকার সকালের চিত্র। যে ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন এক প্রতিবাদী ক্যাপশন। আর ধোঁয়াশাময় ঢাকার এমন ভিডিও চিত্র এবং তার ক্যাপশনের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরলেন অন্যরকম প্রতিবাদী জয়া আহসান হিসেবে।

ক্যাপশনের শুরুতেই তিনি লিখেছেন, ‘ভিডিও টা গতকাল (সম্ভবত শনিবার) সকাল ৮টার, ছাদে উঠেই থমকে গেলাম। যেন অবিকল কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনের সেট পড়েছে শহরজুড়ে। ধোঁয়া ধোঁয়া, চারপাশে সব অস্পষ্ট। ধুলো আর ধোঁয়া মিলে ধোঁয়াশার পেটে পুরো শহর। চোখ বেশি দূর চলে না। শ্বাস নিতে কষ্ট হয়। হায়, আমার শহর।’

এরপরেই জয়া দেশের বায়ুদূষণের কথা তুলে ধরে লিখেছেন, ‘আর কিছুতে না পারি, বায়ুদূষণে আমরা বিরাট চ্যাম্পিয়ন। কিছুদিন পরপরই সারা পৃথিবীতে উল্টো দিক থেকে প্রথম হচ্ছি। আর আমাদের ফুসফুস ভরে যাচ্ছে বিষাক্ত ক্বাথে।’

পরে উন্নয়নের নামে পরিবেশ নষ্ট করা হচ্ছে উল্লেখ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের যেন গলা থেকে পশ্চাৎদেশ, শরীরের পুরোটাই পাকস্থলি। খিদের শেষ নেই। খালি বড় করে কামড়ে ধরো আর খাও। পরিবেশের বারোটা বাজল তো আমার কী হলো! ইট পোড়ানো ধোঁয়ায় আমরা শহর ডুবিয়ে দেব। আপনি বাঁচলে বাপের নাম। উন্নয়নকাজের ধুলোয় অন্ধকার করে দেব দেশ। আর কোনো দেশে কি উন্নয়ন হচ্ছে এত?

ঢাকা শহরের পরিবেশের এই চিত্র যে জয়াকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে এবং তাতে যে তিনি ক্ষুব্ধ তা বুঝিয়েছেন ক্যাপশনের শেষের অংশের ঠিক আগে। এখানে তিনি (জয়া) লিখেছেন, ‘তোমাদের ফুসফুস পচে যাক। তোমাদের দম বন্ধ হয়ে আসুক। একদিন তোমরা সবাই মরে যাও। এই শহর বেঁচে থাকবে, একাই। বাবা, এর নাম উন্নয়ন।’

দুই বাংলার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া তার আপলোডকৃত ভিডিওর ক্যাপশন শেষ করেছেন একরাশ হতাশা মিশ্রিত একটি বাক্যে। বাক্যটি হলো ‘হায়, আমার শহর!’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করেছে এ রায় ব...

এই রায়ে জুলাই শহীদেরা ন্যায়বিচার পেয়েছে: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী...

সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী পুল...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা