বিনোদন

যেভাবে অভিনয়ে ফিরলেন জোলি

বিনোদন ডেস্ক: বয়স বাড়লে অভিনয়শিল্পীরা ক্যামেরার সামনে থেকে চলে যান পেছনে। মন দেন পরিচালনা বা প্রযোজনায়। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ক্ষেত্রেও সে রকম দেখা গেল।

তবে হঠাৎ একটা ঝড় বয়ে গেছে তাঁর জীবনে। ২০১৭ সালে ‘ফার্স্ট দে কিল্ড মাই ফাদার’ ছবিটি পরিচালনার পর তিনি বিরতি নেন। কেন? সম্প্রতি সে কারণ জানালেন জোলি।

শিগগিরই আসছে জোলি অভিনীত ছবি ‘দোজ হু উইশ মি ডেড’। তার প্রচারণায় নেমে জোলি জানালেন, পরিচালনা রেখে হঠাৎ কেন অভিনয়ে ফিরলেন তিনি। এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেছেন, ‘পরিচালনা করতে আমি ভালোবাসি। কিন্তু পারিবারিক পরিস্থিতি বদলে যাওয়ায় পরিচালনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। কয়েক বছর তাই এ কাজে বিরতি নিয়েছিলাম।’

আরেক হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে সংসার বেঁধেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সেই সংসার ভেঙে যায় অল্প দিনেই। ভক্তরা মনে করেন, তাঁদের দাম্পত্য জীবন ভালো না গেলেও প্রেমিক-প্রেমিকা হিসেবেই তাঁরা সেরা সময় কাটিয়েছেন। এ জুটির অভিনীত ছবিগুলো ছিল তাঁদের সময়ের সেরা হলিউড ছবি।

সংসার ভাঙার পর জোলির একটু নিজেকে সময় দেওয়ার প্রয়োজন হয়, প্রয়োজন হয় সন্তানদের সঙ্গে থাকার। জোলি বলেন, ‘সত্যি বলতে, আমার ছোটখাটো কাজ করে দ্রুত বাড়ি ফেরা দরকার ছিল। বাড়িতে কিছুটা বেশি সময় থাকার দরকার ছিল।

সে কারণেই আমি অভিনয়ে ফিরেছিলাম।’ ‘হান্নাহ’ নামে যে ছবি তিনি করছিলেন, সেটার প্রস্তুতিরও একটা ব্যাপার ছিল। ছবিতে তাঁর চরিত্রটার জন্য প্রস্তুতি নিতে হতো ঘরে। তিনি বলেন, ‘পরিচালক আমাকে বারবার সতর্ক করে দিতেন। সিনেমায় হান্নাহ সন্তানদের সঙ্গে যেমন ব্যবহার করবে, আমি সে রকম পারছিলাম না।’

২০১৬ সালে বিচ্ছিন্ন হন জোলি-পিট। ছয় সন্তানের পাঁচজনের দায়িত্ব নিয়ে নেন জোলি। প্যাক্স, জাহারা, শিলো এবং জমজ ভিভিয়েনে ও নক্স। তাঁদের বড় ছেলে ম্যাডক্স এখন ১৮। সন্তানদের হাসিখুশি, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সতর্ক ছিলেন জোলি। বিশেষ করে করোনা মহামারির সময়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা সব সময় বাড়িতেই কাটিয়েছে। নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে যেত ব্র্যাড পিটের সঙ্গেও।’

ভোগ সাময়িকীর কাছে জোলি জানিয়েছিলেন, বাড়িতে কতটা অসহায় লাগছিল তাঁর। তিনি বলেছিলেন, ‘গৃহিণী মায়েদের মতো সংসার সামাল দেওয়ার যেসব দক্ষতা, আমার সেসব ছিল না। মনে হচ্ছিল পঞ্চাশেই আমি বুড়ি হয়ে গেছি!’

আসছে মে মাসের ১৪ তারিখে সিনেমা হল ও এইচবিওতে মুক্তি পেতে যাচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘দৌজ হু উইশ মি ডেড’। একই নামের কোরাইতার উপন্যাস থেকে মাইকেল কোরাইতা, শার্লেস লেভিটের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অস্কারে মনোনয়ন পাওয়া পরিচালক টেইলর শেরিড্যান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির কবর খনন

হাদির কবর খননের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য...

কুষ্টিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

কেশবপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত 

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা