বিনোদন

ঈদ উপলক্ষে চ্যানেল আইতে নতুন ১০ টেলিফিল্ম

বিনোদন প্রতিবেদক: করোনা মহামারিতে প্রিয়জন হারানোর বেদনায় ভারাক্রান্ত পৃথিবীর মানুষ। বিষন্নতার এক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। এরই মাঝে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদ’- ঈদুল ফিতর। সকল অন্ধকার সরিয়ে এবারের আসন্ন ঈদ আমাদের জীবনে আনন্দ নিয়ে আসুক- সেই প্রত্যাশায় নিয়ে প্রতিবছরের মতো এবারও দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন- চ্যানেল আই তার দর্শকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চায়।

সেই লক্ষ্যে করোনা মহামারির এই চরম প্রতিকূলতার মধ্যেও এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে চ্যানেল আই দর্শকদের জন্য আয়োজন করতে যাচ্ছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। ৬ দিনব্যাপি এই বিনোদনমূলক অনুষ্ঠানমালায় থাকছে দেশের শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম। প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত।

ঈদের দিন থেকে টেলিফিল্ম গুলো প্রচার শুরু হবে। এর মধ্যে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন প্রচারিত হবে একটি করে টেলিফিল্ম এবং বাকি দিনগুলোতে প্রচারিত হবে দু’টি করে টেলিফিল্ম।

ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তোমার টানে’। এটি রচনা করেছেন- সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন- নাজমুল রনি। আর এ টেলিফিল্মে অভিনয় করেছেন- আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

ঈদের ২য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘অপহরণ’। এটি রচনা ও পরিচালনা করেছেন- সঞ্জয় সমাদ্দর। টেলিফিল্মে অভিনয় করেছেন- তাহসান খান, তানজিন তিশা, তৌকীর আহমেদ প্রমুখ।

ঈদের ৩য় দিন একই সময়ে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’। এটি রচনা করেছেন- সোহেল আরমান ও পরিচালনা করেছেন- নাজমুল রনি। এটিতে অভিনয় করেছেন- অপূর্ব, সাবিলা নুর, সোহেল আরমান, ফখরুল বাশার প্রমুখ। এবং একই দিন বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘ত্রাশ মহল’। এতে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সারিকা সাবরিন, সোহেল খান, হাসান মাসুদ, আরফান আহমেদ, রোজি সিদ্দিকী, মাসুম বাশার, তারিক স্বপন প্রমুখ।

ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘হিরার আংটি’। এটি রচনা করেছেন- রাজিবুল ইসলাম রাজিব এবং পরিচালনা করেছেন- মেহেদি রনি। এতে অভিনয় করেছেন- মোশারফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ প্রমুখ। এবং একই দিন বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘এক কথার মানুষ’। এটি রচনা ও পরিচালনা করেছেন- রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন- রিয়াজ, শবনম ফারিয়া প্রমুখ।

ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের টেলিফিল্ম ‘দুই শালিকের সুখ’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান রানা। এতে অভিনয় করেছেন- সামান্তা, সজল, মিষ্টি জাহান, রিনা আক্তার, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। এবং একই দিন বিকলে সাড়ে ৪টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘কাফফারা’। মুনতাহা বৃত্তা’র রচিত এ টেলিফিল্মটির পরিচালনা করেছেন- খায়রুল পাপন। এতে অভিনয় করেছেন- কানজিন কিশা, ইরেশ যাকের, তারিক স্বপন, হিমে হাফিজ প্রমুখ।

এবং ঈদের ৬ষ্ঠ দিন ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘কংকাল চোর’। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ও মেহেদি রনি’র পরিচালনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন- মোশারফ করিম, মিলি, কচি খন্দকার প্রমুখ। একই দিন বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘চিরকাল’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এ টেলিফিলল্মে অভিনয় করেছেন- তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

আমানত ও রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা