বিনোদন

‘সাইয়ারা’ বদলে দিল অভিনেতার জীবন

বিনোদন ডেস্ক

রাজেশ কুমারকে বেশির ভাগ মানুষ চেনেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে রোশেশ চরিত্রে অভিনয় করার জন্য। তবে বেশ কয়েক বছরে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। দারিদ্র্যে কেটেছিল দিন। অবশেষে মোহিত সুরির আলোচিত সিনেমা ‘সাইয়ারা’ পাল্টে দিল অভিনেতার জীবন।

সম্প্রতি মেরি সহেলিকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজেশ বলেন, ‘আমি একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলাম। দুই কোটি রুপি ঋণে ডুবে গিয়েছিলাম আমি। দেউলিয়া সত্যিই একটা বড় শব্দ, আমি সেই অবস্থার মধ্যেই গিয়েছিলাম। আমার অ্যাকাউন্টে মাত্র আড়াই হাজার রুপি ছিল।’

রাজেশ আরও বলেন, ‘তখন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে লেখালেখি হয়েছিল। বলা হয়েছিল, আমি অভিনয় ছেড়ে দিয়ে চাষবাস করছি। ব্যাপারটা সত্যি হলেও আমি কিন্তু হাল ছেড়ে দিইনি। আমার পরিবার ও বন্ধুবান্ধব আমার ওপর বিশ্বাস রেখেছিল, তাই আমি আবার ফিরে আসতে পেরেছি।’

‘সাইয়ারা’ ছবি ছাড়াও রাজেশ অভিনয় করেছেন ‘কোটা ফ্যাক্টরি’, ‘ইয়ে মেরি ফ্যামিলি’, ‘হাদ্দি’, ‘রাউতু কা রাজ’, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’, ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’সহ একাধিক প্রকল্পে। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবিতে রাজেশ অনিত পদ্দার বাবার চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটি সমালোচক এবং দর্শক উভয়ের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে, যার ফলে অনিত পদ্দা ও আহান পান্ডে রাতারাতি তারকায় পরিণত হয়েছেন। রোমান্টিক মিউজিক্যাল ড্রামাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৪৫০ কোটি আয় করেছে, যা এটিকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী রোমান্টিক ছবি করে তুলেছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা