বিনোদন

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

বিনোদন ডেস্ক

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশেষ এ আয়োজনে তৃতীয়াবারের মতো অংশগ্রহণ করছেন বাংলাদেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। তাঁর ভৌতিক ঘরানার সিনেমা ‘২ষ’ এ উৎসবে আজ প্রদর্শিত হবে। এতে অংশ নিতে বর্তমানে কানাডায় রয়েছেন নুহাশ।

ক্যারিয়ার শুরুর পর বিভিন্ন উৎসব থেকে মনোনয়ন পাওয়াটা নুহাশের কাছে নতুন কিছু নয়। প্রায়ই মনোনয়নের খবর পান তিনি। তবে এবার জুনে মনোনয়নের সঙ্গে পেয়েছিলেন একটি মন ভালো করে দেওয়া চিঠি।

উৎসব কর্তৃপক্ষ অফিশিয়াল ফেসবুক পেজে সিনেমাটি নিয়ে মন্তব্য করে, ‘এর আগে নির্মাতা “ষ”, “মশারি” ও “ফরেনার্স অনলি” নির্মাণ করেছেন। তিনিই আবার অবশ্য দ্রষ্টব্য আরেক অ্যানথোলজি নিয়ে এসেছেন। সৃজনশীল কাজে উদ্ভাবনদক্ষ তরুণ নির্মাতা নুহাশ হরর ঘরানার সিনেমাকে বাংলাদেশে নতুন এক দিগন্তে নিয়ে গেছেন। দ্বিতীয় সিজনেও তিনি ভীতিকর গল্প নিয়ে এসেছেন।’

নুহাশ জানান, তাঁর হরর জনরার স্বল্পদৈর্ঘ্য ও সিনেমাগুলো দেখার পর থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। যেখানে নির্মাতাদের সিনেমা বানিয়ে জমা দিতে হয়, সেখানে নুহাশের সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন আয়োজকেরা।

‘২ষ’-এর চারটি গল্প নিয়ে বলা হয়েছে, এখানে ভয়ংকর ভুতুড়ে সব গল্প যেমন আছে, তেমনি উপস্থাপনার ঢংও কৌতূকপূর্ণ। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে। ‘২ষ’-এর ‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।

‘ভাগ্য ভালো’-তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। এ ছাড়া আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

চরকির অ্যানথোলজি সিরিজ ‘২ষ’। নুহাশ জানান, আগামী শুক্রবার ‘২ষ’–এর দ্বিতীয় প্রদর্শনী রয়েছে। এ উৎসব থেকে এর আগের নুহাশের ‘মশারি’ ও ‘ফরেনার্স অনলি’ অংশ নিয়ে পুরস্কার জয় করে। ১৬ জুলাই শুরু হয়ে ৩ আগস্ট পর্যন্ত চলবে এ আয়োজন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা