ছবি: সংগৃহীত
শিক্ষা

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের উদ্যােগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশে উদারতার সুযোগ নেই

বুধবার (৭ ফ্রেরুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কলেজ ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীদের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। সকল শিক্ষার্থীরা যেন স্কুল ও কলেজমুখী হয়, সে জন্য শিক্ষকদের পরিবেশবান্ধব শিক্ষা ব্যবস্হা গড়ে তুলতে হবে।

জেলা পরিষদের পক্ষ থেকে কলেজ পাঠাগারের জন্য ফার্নিচার ও ছাত্রছাত্রীদের বসার জন্য চেয়ার-টেবিলসহ শিক্ষাবান্ধব করার জন্য যা যা প্রয়োজন সকল কিছুই ব্যবস্হার আশ্বাস প্রদান করেন মংসুইপ্রু চৌধুরী অপু।

আরও পড়ুন: ঢামেকে কয়েদির মৃত্যু

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। তাই শিক্ষা ব্যবস্হাকে সহজ করার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নগদ এক লক্ষ টাকা কলেজ অধ্যক্ষ মো. কামাল হোসেন মজুমদারের হাতে তুলে দেন।

পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা পরিষদের সম্মানিত সদস্য হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা আর্দশ উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমান উল্ল্যহ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সদস্য এড আবুল কালাম আজাদ, সাংবাদিক ও সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা