ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষা খাতে ৫ শতাংশ বরাদ্দ দাবি 

নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসাসহ সকল শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের লক্ষ্যে শিক্ষা খাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়াতে ১০ দফা দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা।

আরও পড়ুন : ঢাকা-বেইজিং বৈঠক আজ

শনিবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

এ সময় আসন্ন ঈদুল আযহার আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বেতন বৃদ্ধি ও পদোন্নতিসহ এসব দাবি বাস্তবায়ন করা না হলে ঈদের পর সারা দেশে একযোগে আন্দোলন করার হুমকি দিয়েছেন তারা।

আরও পড়ুন : সবজির দামে হোঁচট খাচ্ছে ক্রেতারা

লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মো. হারুন অর রশিদ জানান, আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। ডিজিটাল দেশ প্রতিষ্ঠা করতে হলে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর বিকল্প নেই।

ইউনেস্কোর পরামর্শ অনুসারে, শিক্ষা খাতে মোট জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দিতে বলা হয়েছে। সেখানে গত বাজেটে মাত্র ৩ শতাংশ ছিল। মাদ্রাসা-কারিগরিতে মোট ৯ হাজার টাকা বরাদ্দ থেকে সেটি ১৫ হাজারে উন্নীত করতে হবে।

আরও পড়ুন : ইউজিসি চেয়ারম্যানকে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসা-কারিগরি শিক্ষকরা তাদের বেতন-ভাতাসহ সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের মাসিক বেতন-ভাতা পেতে পরবর্তী মাসের ২০ তারিখ পার হয়ে যাচ্ছে।

এসব নিয়ে বারবার আন্দোলন করলেও আমলে নেওয়া হচ্ছে না। শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এ দাবি মেনে নেওয়া না হলে ঈদের পর সংবাদ সম্মেলন করে সারা দেশে একযোগে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন : আবারো চেয়ারম্যান কাজী শহিদুল্লাহ

গত ২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক ও গণ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। যেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ ছিল, সেখানে কারিগরি ও মাদ্রাসায় দুটি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা উল্লেখ করে সম্মেলনে বক্তারা বলেন, মাদ্রাসায় শিক্ষায় তেমন কোনো অগ্রগতি নেই। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর কাছে আহ্বান জানান তারা।

দাবিগুলো হচ্ছে–

১) শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ;

২) আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান;

৩) মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা প্রদান;

আরও পড়ুন : জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপিত

৪) আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান;

৫) সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান;

৬) বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু;

৭) সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান;

আরও পড়ুন : চলতি সপ্তাহে ঢাবির ৩ অনুষদের ফল

৮) ইএফটি-এর মাধ্যমে বেতন প্রদান;

৯) প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান;

১০) মাদ্রাসাসহ সব শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা।

এ সময় সংগঠনের মহাসচিব শান্ত ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে এম শামিম, মেহেদি হাসান সরকার, ফিরোজ আলম, মো. এলিন তালুকদার, সহ সভাপতি মোহাম্মদ আলী, কামরুন্নাহার, সুরুজ্জামান, আব্দুস সাত্তার, শাহ আলম, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, জসিম উদ্দীন, সালেহ উদ্দীন আহম্মেদ মো. মনিরুজ্জান, আজাহার আলী মুক্তা রফিকুল ইসলাম, কামরুজ্জামন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

আসামীকে নির্যাতনের দায়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ 

মাদারীপুরের রাজৈরে ইলিয়াছ খালাসী নামের এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা