একাদশে ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি পেয়েছে
শিক্ষা

একাদশে ভর্তি নিশ্চয়নের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক:

কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়নের সময় বাড়ানো হয়েছে। আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত ১৭ সেপ্টেম্বরের আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আবেদনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের সময় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

এসএসসি পাসের পর পছন্দের ভিত্তিতে কোনো শিক্ষার্থী যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, সেখানে তিনি ভর্তি হবেন কি না তা নিশ্চিত করতে হয়। তবে এই বিষয়টি নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই সময় বাড়ানো হয়েছে।

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর গত ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর শেষ দফায় একাদশ শ্রেণিতে ভর্তি সম্পন্ন করার কথা ছিল। তবে অনেকে ভর্তি নিশ্চয়ন করে ভর্তি হতে পারেননি। তাই প্রতিষ্ঠানের অনুরোধে সময় বাড়ানো হয়। ভর্তি সম্পন্ন হলে অক্টোবর থেকে অনলাইনে একাদশের ক্লাস শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশে এবারও মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদন নেওয়া হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

গত ৯ আগস্ট থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়। এর আগে ২০ জুলাই আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ভর্তির এ সংক্রান্ত সূচি প্রকাশ করে।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা