মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ মোজাম্মেল হক (৪৫) ও তার স্ত্রী রওশন আরা বেগমকে (৪০) আটক করেছে সদর থানা পুলিশ।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত ২
রোববার (১৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন করতোয়া ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা ঠাকুরগাঁওয়ের ভূল্লি থানার লাউথুতি এলাকার বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত সুপারের (সার্কেল) নির্দেশনায় সদর থানা ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জু আহমেদ ও ইন্সপেক্টর প্রবীণ চন্দ্র সরকারের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ ঐ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১
তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জু আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার পুরো টিমসহ তাদেরকে আটক করতে সক্ষম হই। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            