ড্রিমলাইফের ৫ কর্মী কারাগারে
অপরাধ

ড্রিমলাইফের ৫ কর্মী কারাগারে, যুবক হত্যার অভিযোগে মামলা 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল নগরীর রূপাতলী রেডিও স্টেশন এলাকার ড্রিমলাইফ মাদক নিরাময় কেন্দ্রের পাঁচ কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন নির্যাতনে নিহত যুবক সুমন খানের ছোট ভাই নোমান।

অভিযুক্তরা হলেন, উজ্জ্বল সমাদ্দার, রায়হান, ফজলে রাব্বি, বায়জিদ হোসেন ও আবুল কালাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠান আদালত।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, রূপাতলী রেডিও স্টেশন এলাকার মৃত ছাত্তার খানের ছেলে সুমন খান একই এলাকায় ড্রিমলাইফ নামক মাদকাসক্ত কেন্দ্রে দীর্ঘদিন ধরে ভর্তি ছিলেন। পরিবারের অনুরোধে একমাস আগে তাকে বাড়ি যেতে দেওয়া হয়। কিন্তু বাড়ি আসার পর আগের মতোই আচরণ করেন। পরে পরিবার থেকে মাদক নিরাময় কেন্দ্রের লোকজনকে খবর দেওয়া হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুমনকে ধরে আনতে মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা গেলে তাদের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমনকে রশি দিয়ে হাত-পা বাধা হয়। এ সময় মেরে ও টানা-হেচড়া করে আনার চেষ্টা চালান মাদক নিরাময় কেন্দ্রের পাঁচ কর্মী। এক পর্যায়ে নিস্তেজ হয়ে সেখানেই মারা যান সুমন। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী ওই কর্মী ঘিরে রাখেন। র‌্যাব-৮ এর নজরে এলে তারা ৫ কর্মীকে আটকে পুলিশে সোপর্দ করে।

নিহতের মা রিজিয়া বেগম জানান, ‘সুমন অপ্রকৃতিস্থ ও মাদকসেবী থাকায় প্রায়শই আমাদের কাছে টাকা চাইতো। না দিলে সবাইকে মারধর করতো। তাকে এর আগে একবার পরিবার থেকে আবেদন জানিয়ে কারাগারে রাখা হয়। ছয়মাস আগে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। একমাস আগে তাকে নিয়ে আসা হলে পুনরায় সে আগের মতোই আচরণ শুরু করে। পরে বুধবার দুপুরে পরিবার থেকে নিরাময় কেন্দ্রে আবেদন জানানো হয়। যেভাবে সুমনকে নিয়ে যাওয়া হচ্ছিল, তা মেনে নেওয়ার মতো ছিলো না। তাদের অত্যাচারেই আমার ছেলে মারা গেছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

শর্তসাপেক্ষে রাখাইনদের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ

জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডো...

পোশাক রপ্তানিতে চীন, ভিয়েতনাম, ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

পোশাক রপ্তানিতে চীন, ভিয়েতনাম, ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের তৈ...

পাকিস্তানের সঙ্গে রেষারেষির মধ্যেই ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা

রবিবার (২৭ এপ্রিল) দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী।...

২৮ এপ্রিল: সাদ্দাম হোসেন এর জন্মদিন

সাদ্দাম হোসেন আবদুল মাজিদ আল তিকরিতির জন্ম ১৯৩৭ সালের ২৮ এপ্রিল। তিনি ইরাকি শ...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বি...

বগুড়ায় পৌরসভার ঢালাই রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ

বগুড়া শহরের শিববাটি এলাকায় পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা কেটে এবং ভেঙে বাড়ির সী...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

কটিয়াদীতে বজ্রপাতে এক জন নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫)ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা