ফেনসিডিল-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ

ফেনসিডিল-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: নগরীর তাজহাট থানার সদরপাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৬৩ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করেছে রংপুর র‌্যাব ১৩। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই মাদক ব্যবসায়ী মো. রাসেল মিয়া ও মো. রাব্বিকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রামের মো. নয়ন মিয়ার ছেলে এবং মো. রাব্বি সিংগাইর উপজেলার মো. শহিদের ছেলে।

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোতূর্জা বুধবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সদরপাড়া এলাকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মো. জহুরুল ইসলাম লিটনের ‘লিটন অটো ওয়ার্কসপ’-এর সামনে ফাঁকা রাস্তার ওপর সন্দেহজনক পাথর বোঝাই ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের সামনের কেবিনে ড্রাইভার সিটের পিছনে স্টিলের বাক্সের ভিতরে বিশেষ কায়দায় তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ও একটি পাটের বস্তায় লুকানো ৭৬৩ বোতল ফেনসিডিল এবং দুইটি টি লাল রংয়ের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ১০ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়।

এছাড়াও ট্রাক, ১১২ সিএফটি ভাঙা পাথর, দুইটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং মাদকদ্রব্য বিক্রি করা আট হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মাদক ব্যবসায়ী স্বীকার করেন, কুড়িগ্রাম থেকে ফেনসিডিলি ও গাঁজা নিয়ে সিরাজগঞ্জ এবং গাজীপুরে সরবরাহের কথা ছিল তাদের।

এছাড়াও তারা পাথর ও বিভিন্ন মালামাল বহনের নামে অবৈধভাবে মাদকদ্রব্য, ফেনসিডিল ও গাঁজা ট্রাক ও গণপরিবহনেরে মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

র‌্যাব ১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোতূর্জা আরও জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

ফেনীতে তালিকাভুক্ত ছিনতাইকারী বাদশা গ্রেফতার

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারী চক্রের প্রধানকে গ্রেফতার...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

বগুড়ায় সাংবাদিক নজরুলের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় উদ্বেগ

মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাতে বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল...

বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাছ বিক্রি করতে গিয়ে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃ...

জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল প...

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের পৃ...

গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কারের চেষ্টা

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি জি এম হিরু ও সাধারণ সম্পাদক মাহফিজু...

কালীগঞ্জে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার আয়োজনে বিনামূল্যে সেলাই, হস্তশিল্প ও বিউটিফিকেশন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা