ছবি : সংগৃহিত
অপরাধ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী অহিদুল মুন্সীকে (৪০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে, আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: ৫ কর্মকর্তাসহ ৬ জনকে বদলি

সোমবার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান রায় ঘোষণা করেন। অহিদুল মুন্সী জেলার শ্রীনগর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ২১ বছর পূর্বে মামলার বাদী মো. জাহাঙ্গীর বোন পারভিন বেগম (৩৫) সাথে অহিদুল মুন্সীর বিবাহ হয়। তাদের সংসারে শম্পা (১৯), ইয়াছিন (১২), মীম (৭) এবং জান্নাত (৪) নামের চারজন সন্তান রয়েছে। অহিদুল পেশায় একজন ভ্যান চালক।

আরও পড়ুন: ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার

দণ্ডপ্রাপ্ত অহিদুলের সাথে একই গ্রামের মৃত করিম উদ্দিন ডাফার ছেলে রাজা মিয়া (৫০) ও ইনসান ডাফা (৬০), এর জমি-জমা নিয়া পূর্ব হতে বিরোধ চলিয়া আসিতেছে। বিগত ২১ সালের ২ জুন রাত অনুমান আটটার দিকে অহিদুল মুন্সী ভ্যান চালিয়ে বাড়িতে এসে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষে তার স্ত্রী এবং তার ছোট মেয়ে জান্নাতকে (৩) সহ তাদের টিনের দুইচালা বসত ঘরে ঘুমিয়ে পড়ে।

রাত অনুমান দেড়টার সময় অহিদুল তার স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে বলে, আমাদের নামে থানায় মামলা হইছে আমাদের ধরতে পুলিশ আসতেছে। চলো আমরা পালিয়ে যাই। এই কথা বলে স্ত্রীকে নিয়ে পালানোর জন্য বাড়ী হতে ১ কিলোমিটার পূর্ব দিকে শ্রীনগর থানাধীন বালাশুরের কামলা ডাঙ্গার বিলে মোসলেম মীরবলের পুকুরের পূর্ব পাড়ে করলা ক্ষেতের পার্শ্বে নিয়ে কথাবার্তা বলিতে থাকে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

অহিদুল তার স্ত্রী পারভিন বেগমের সাথে কথাবার্তার একপর্যায়ে কৌশলে হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে পারভিন বেগমের গলায় পোচ দিয়ে জবাই করে ফেলে এবং উপর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে পোঁচিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্ত্রী মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশে পুকুরের উত্তর পূর্ব কোনে কচুরিপানার নীচে লুকাইয়া রাখে।

পরের দিন সকালে বাদী তার বোনকে বাড়ীতে না পেয়ে খোঁজাখু্জির একপর্যায়ে লোক মারফত জানতে পারে কামলা ডাঙ্গার বিলের পুকুরের মধ্যে একজন মহিলার লাশ পাওয়া গিয়াছে।

সংবাদ পেয়ে বাদী তার ছোট ভাই আল আমিন (২১) কে সহ উক্ত স্থানে বোনের লাশ শনাক্ত করে।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে খুন

পরবর্তীতে শ্রীনগর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পারভিন বেগমের লাশ পানি হতে উপরে উঠিয়ে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার পরের দিন নিহতের ভাই মো.জাহাঙ্গীর বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। এরপর দিন আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আসামি বিচারকের কাছে দোষ স্বীকার পূর্বক জবানবন্দি প্রদান করেন।

এ ঘটনায় মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, শ্রীনগর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত কাশেম বেপারীর মেয়ে পারভিন বেগমকে বিগত ২০২১ সালের ২ জুন রাতে তার স্বামী অহিদুল মুন্সী নির্মম ভাবে হত্যা করেছে।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি অহিদুল মুন্সীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড। এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আরও পড়ুন: উলিপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

রায় ঘোষণার সময় আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, স্ত্রী হত্যার দায়ে মুন্সীগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক আসামি অহিদুল মুন্সীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা, আহত ৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যাল...

আলফাডাঙ্গা কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয়...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা