নিজস্ব প্রতিবেদক: রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার রায়ের তারিখ আজ ধার্য রয়েছে।
আরও পড়ুন: সরকারি আসবাব পত্র নিলাম ছাড়া বিক্রি!
সোমবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার।
এর আগে গত ১০ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামি পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করা হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ মার্চ অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
আরও পড়ুন: দিল্লির বার্তা আঞ্চলিক উপকারে আসবে
২০২২ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় দুদক। এরপর ঐ বছরের ১৭ জুলাই সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
এর আগে ২০২০ সালে ২৮ সেপ্টেম্বর অস্ত্র মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গুলি উদ্ধারের ঘটনায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            