কাশিয়ানীতে নৈশকোচ থেকে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার
অপরাধ

কাশিয়ানীতে নৈশকোচ থেকে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ইমাদ পরিবহনের একটি নৈশকোচ থেকে দেশি অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বাড়ি ঢাকা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও রংপুর জেলার বিভিন্ন এলাকায়।

সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আলী আক্কাসের দুই ছেলে কালাম শেখ (৩০) ও ইলিয়াস শেখ(২৮), একই এলাকার হাসমত আলী সিকদারের ছেলে বাবুল শিকদার (৪০), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন গ্রামের নবীন হোসেনের ছেলে আশিক রায়হান (২০), ঢাকার টঙ্গী এলাকার এরশাদনগর বস্তির মো. আব্দুল জলিলের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), খুলনার লবণচোরা এলাকার ফজলুল হক তালুকদারের ছেলে মো. জিহাদ হোসেন জিয়া তালুকদার (২৫) এবং খুলনার গিলাতলা এলাকার আমজাদ শেখের ছেলে ফরহাদ শেখ (২৫)।

ইমাদ পরিবহনের সুপারভাইজার মো. নুরুল ইসলাম বলেন, ‘সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে গ্রেপ্তারকৃত এই ৭ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে টিকিট কেটে বাসে ওঠেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আমি ফকিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানাই। পুলিশ টিম ভাটিয়াপাড়া থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে। তারা ডাকাতির প্রস্তুতি নিলেও সুযোগ পাননি।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশ এ যৌথ অভিযান চালায়। রাত পৌনে ১টার দিকে ইমাদ পরিবহনের নৈশবাসটি ভাটিয়াপাড়া মোড়ে পৌছালে বাসের গতিরোধ করা হয়। পরে দেহ তল্লাশি করে দেশি অস্ত্র পাওয়ায় যাত্রীবেশী ওই সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিতে সমবেত হওয়ার অপরাধে মামলা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা