এবার উল্টো মশিয়ালী গ্রামবাসীর বিরুদ্ধে মামলা
অপরাধ

এবার উল্টো মশিয়ালী গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় ট্রিপল মার্ডারের একমাস পর গ্রামবাসীর বিরুদ্ধে উল্টো মামলা করেছেন হত্যা মামলাটির মূল আসামি শেখ জাকারিয়ার ভাই মিল্টনের স্ত্রী শারমিন সুলতানা। মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে ৫৩ জনকে আসামি করে এ মামলাটি করেন তিনি। আদালত এজাহারটির তদন্তভার নগর গোয়েন্দা পুলিশকে দিয়েছে । এতে মশিয়ালী এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মশিয়ালী ইস্টার্নগেটে গত ১৬ জুলাই তিন ভাই শেখ জাকারিয়া-জাফরিন ও মিল্টন বাহিনীর গুলিতে গ্রামের নিরীহ তিনজন নিহত ও ৮-১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় খানজাহান আলী থানায় ২২ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিতে নিহত কলেজ ছাত্র সাইফুলের পিতা সাইদুৃল ইসলাম। এই মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ২২ জন আসামি মধ্যে শেখ জাফরিনসহ ১০ জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। মূল আসামি জাকারিয়া ও মিল্টনসহ অন্য ১২ জনকে গ্রেপ্তারসহ এখনো হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র জব্দ করতে পারেনি পুলিশ।

ট্রিপল মার্ডারের একমাস চারদিন পর করা শারমিন সুলতানার মামলায় শেখ জাকারিয়া-জাফরিন ও মিল্টনের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় সোয়া দুই কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে ডিবি পুলিশকে আগামী ৬ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মশিয়ালী গ্রামের মৃত বারিক শেখের ছেলে মো. মুজিবর শেখকে সিঅ্যান্ডবি’র একটি বাসা থেকে তিন রাউন্ড বন্দুকের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলিসহ পুলিশ গ্রেপ্তার করলে আসামিরা তার স্বামী মিল্টনসহ মিল্টনের দুই ভাই জাকারিয়া ও জাফরিন (নিরীহ) মুজিবর শেখকে গুলিসহ পুলিশকে ধরিয়ে দিয়েছেন, এমন কথা এলাকায় ছড়িয়ে দিয়ে গণ্ডগোল সৃষ্টি করেন। অবৈধ জনতা দলবদ্ধ হয়ে অভিযুক্ত আসামি রাম দা, লোহার রডসহ তাদের কাছে থাকা বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে অতর্কিতভাবে মিল্টনসহ তার ভাইদের ওপর হামলা করেন। উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড মারামারির একপর্যায়ে ঘটনাস্থলে একাধিক ব্যক্তির মৃত্যু ঘটে। মৃত্যুর ঘটনার পর এক নং আসামি শহিদুল শেখের (৪৮) নেতৃত্বে অভিযুক্ত আসামিরা মিল্টনের বাড়িতে প্রবেশ করে লুটপাট করে ঘরের মধ্যে থাকা আসবাপত্রে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে দুই কোটি ১৫ লাখ ১৯ হাজার ৭৮৮ টাকার ক্ষতিসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে যায়। এছাড়া অভিযুক্তরা মিল্টনের দুই ভাই জাকারিয়া ও জাফরিনসহ ১৪/১৫টি বাড়িতে একই কায়দায় পুড়িয়ে দেন।

আলোচিত মলিয়ালীর ট্রিপল মার্ডার মামলার মূল আসামিসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং অস্ত্র জব্দের দাবিতে গ্রামবাসীর চলমান আন্দোলনের সম্মুখ সারির ব্যক্তিসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলায় গ্রামে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া আগামী ৪ সেপ্টেম্বর স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা, আহত ৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যাল...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা