ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত তিনটি পৃথক দুর্নীতি মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন। প্রতিটি মামলায় ৭ বছর করে সাজা দেন আদালত।
আদালতের রায়ে একই সঙ্গে এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড, এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ তিনটি মামলায় শরীফ আহমেদের পাশাপাশি অন্যান্য ১৯ জন আসামি থাকলেও একমাত্র মোহাম্মদ খুরশীদ আলম গ্রেফতার রয়েছেন। বাকি আসামিরা বিভিন্ন পদে ছিলেন, যার মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য, উপপরিচালক ও প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব অন্তর্ভুক্ত।
আদালতের তথ্য অনুযায়ী, এই তিনটি মামলায় মোট ৪৭ জনকে আসামি করা হয়েছিল, তবে একাধিক মামলায় নাম থাকায় আসামির সংখ্যা ব্যক্তি হিসেবে ২৩। বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণার সময় বিস্তারিত বিবেচনা ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেন।
মামলাগুলোতে অভিযোগ ছিল, পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতি করা হয়েছে। আদালত এ প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত অযোগ্যতা ও দোষের ভিত্তিতে সাজা প্রদান করেছেন।
এই রায় দেশের উন্নয়ন প্রকল্প ও সরকারি সম্পদ বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্ব বহন করছে। মামলার পক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আদালতের রায় পর্যালোচনা করছে।
সাননিউজ/এও