কুমিল্লা প্রতিনিধি
অপরাধ

দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে সফিউল্লাহ (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যা করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু রাসেল (৩০) নামে এক অটো রিকসার গেরেজ মেকানিক।

এ ঘটনায় বুধবার (৭ মে) সকালে নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে হত্যার অভিযোগে রাসেল ও তার পিতা কেরামত আলীকে আসামী করে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা ২টায় উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের ঘাতক রাসেলের অটো রিকসা গেরেজে। নিহত সফিউল্লাহ (৪৫) উপজেলার ভানী ইউনিয়নের ভানী গ্রামের কেরুর বাড়ির মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের পুত্র।

অপরদিকে হত্যাকারী ঘাতক রাসেল (৩০) ত্রিবিদ্যা গ্রামের আন্দিরপাড়ারের কেরামত আলীর পুত্র। সরেজমিনে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাসেল অটোরিকসা-ভ্যান মেকানিকস, অপরদিকে নিহত সফিউল্লাহ ভ্যান চালক। ভ্যানের কাজ করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন তৈরী হয়। উভয় উভয়ের বাড়িতে আসা যাওয়া খাওয়া-দাওয়া, বেড়ানি ও আর্থিক লেনদেন করে আসছেন। গত ৪ মাস পূর্বে সফিউল্লাহ রাসেল থেকে পাওনা প্রায় ৪০/৪৫ হাজার টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এ ঘটনায় হাতাহাতি ও মারামারি হয়। স্থানীয়রা বিষয়টি মিমাংসাসহ লেন-দেন মিটাতে সালিস ডাকেন। সালিসে লেনদেনের বিষয়টি মিটমাট করে উভয়কে মিলিয়ে দেন।

দুই বন্ধু পূর্বের ন্যায় সম্পর্ক নিয়েই চলছিলেন। মঙ্গলবার বেলা অনুমান ২টার (তখন অঝরে বৃষ্টি হচ্ছিল) সময় রাসেলের দোকানে পূর্বের কিছু টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে গেরেজের একটি রড দিয়ে মাথায় ও মুখমন্ডলে কয়েকটি এলোপাথারী আঘাত করলে সফিউল্লাহ মেঝেতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ওই ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলে। নিহতের বিবাহযোগ্য তিন কন্যা ও নাবালক তিন পুত্র নিয়ে বিপাকে স্বামীহারা তাছলিমা বেগম শোকে বার বার মুর্চ্ছা যাচ্ছেন।

সফিউল্লাহর মৃত্যু নিশ্চিত হলে লাশ দোকানে রেখে রাসেল গেরেজের সাটার বন্ধ করে অদূরে গিয়ে নিহত সফিউল্লাহর প্রতিবেশী সবুজ নামে এক ব্যাক্তিকে ফোনে জানান, উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সফিউল্লাহকে রড দিয়ে আঘাত করলে সে মারা যায়। পরে সবুজ এ খবর পেয়ে স্থানীয়দের নিয়ে দোকানে সফিউল্লাহর লাশ দেখতে পান।

থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাত সাড়ে ১০টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। ঘাতক রাসেল পলাতক রয়েছে। তাকে আটকের কাজ চলমান রয়েছে। ওই ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে হত্যার অভিযোগে রাসেল ও তার পিতা কেরামত আলীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যান...

গাজায় যুদ্ধ শেষ নয়: ইসরায়েলি সেনাপ্রধানের ঘোষণা

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া&rsqu...

চোখের জলে কালামের শেষযাত্রা, স্তব্ধ ঈশ্বরকাঠি গ্রাম

একটি দুর্ঘটনা কতটা নিঃস্ব করে দিতে পারে, শরীয়তপুরের নড়িয়ার আবুল কালাম আজাদের...

নির্বাচনের আগেই আত্মপ্রকাশ ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান...

ভোটের মাঠে ‘নজরদারি বিপ্লব’: প্রধান উপদেষ্টার নির্দেশে আসছে বডি-অন-ক্যামেরা

আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা...

ক্ষমতার লোভে ঐক্য ভাঙলে হিতে বিপরীত হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহি...

জুলাই সনদের ১৬ দফা ঘোষণা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের খসড়া প্রকাশ করে...

ক্যাঙারু কোর্ট’: বিচার না নাটক?

রাজনীতিতে বা বিচারব্যবস্থায় যখন কোনো রায় বা প্রক্র...

ইসির সঙ্গে আলোচনায় জামায়াত: সংস্কার, গণভোট ও নিরপেক্ষতা প্রাধান্যে

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা