গ্রেপ্তারকৃত আজিম
অপরাধ

সাংবাদিক আজিমের জামিন মেলেনি, অপহৃত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা

বরগুনা প্রতিনিধি: নবম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের কিশোরীকে অপহরণের মামলায় গ্রেপ্তার হওয়া সময় টিভির বরগুনার নিজস্ব প্রতিবেদক এম এ আবদুল আজিমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে পুলিশের আবেদনে অপহৃত স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন। অপহরণে ব্যবহৃত গাড়িটি শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স এলাকা থেকে জব্দ করেছে পুলিশ।

কারাগারে থাকা আজিমের পক্ষে রোববার (০৪ অক্টোবর) সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন জানান তার আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম সোহাগ মোল্লা। শুনানি শেষে তা নামঞ্জুর করেন সিরাজুল ইসলাম গাজীর আদালত।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, অপহৃত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের নির্দেশে রোববার দুপুরে ভিকটিমকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য দুইজন আসামি আজিমের ঘনিষ্ঠ বন্ধু গ্রাফিক্স ডিজাইনার শুভ সেন (২৬) ও একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুকে (২৭) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানিয়েছেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স এলাকা থেকে অপহরণে ব্যবহৃত সাদা প্রাইভেটকারটি (নং-ঢাকা মেট্রো-গ ১৭-৮২৩৪) জব্দ করেছে সদর থানা পুলিশ।

শহরের এক বস্ত্র ব্যবসায়ীর নবম শ্রেণিতে পড়ুুয়া মেয়েটিকে অপহরণের অভিযোগে তার কাকা শুক্রবার (০২ অক্টোবর) রাতে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ (সংশোধিত) এর ৭/৩০ ধারায় আজিম, শুভ ও টিটুর নাম উল্লেখ ও ২/৩ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলাটি করেন।

সদর থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মেয়েটিকে জোরপূর্বক ওই সাদা প্রাইভেটকারে করে নিয়ে যান সাংবাদিক আজিমসহ দুর্বৃত্তরা। এ সময় ২নং সাক্ষী চিৎকার দিলে প্রাইভেটকারটি দ্রুতগতিতে বরগুনা টাউন হলের দিকে চলে যায়।

শনিবার (০৩ অক্টোবর) ভোররাতে বরগুনা সদর থানা পুলিশ ও পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটার গোল্ডেন ইন আবাসিক হোটেল থেকে সাংবাদিক আজিমকে গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। পরে বরগুনায় এনে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে আজিমকে কারাগারে পাঠানো ও ভিকটিমকে পরিবারের কাছে দেওয়া হয়। মামলার ২ নম্বর আসামি শুভ ও ৩ নম্বর আসামি টিটু এখনও পলাতক।

এদিকে সাংবাদিক আজিম গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তার বিরুদ্ধে ওঠা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের নানা ফিরিস্তি। অভিযোগ উঠেছে, কয়েকজন মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করতেন আজিম ও তার সহযোগীরা। বৈধ উৎস ছাড়াই প্রচুর অর্থ উপার্জন, নারীদের দিয়ে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইল, সাংবাদিকতার প্রভাব বিস্তার করে নামে-বেনামে বিভিন্ন জায়গায় অবৈধ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর নির্মাণেরও অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে।

সান নিউজ/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এলেন, সফরের কর্মসূচী 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে আজ শন...

ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প 

ছেলেদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর য...

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্...

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাধাগ্রস্ত করতে...

জীবন থেকে কলম: বিভুরঞ্জনের অসমাপ্ত গল্প

বিভুরঞ্জনকে আমি তার শৈশবকাল থেকেই চিনি। আমাদের বামপন্থী আন্দোলনের একটি শক্তিশ...

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল

প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়া...

সংবিধানে পিআর পদ্ধতি নেই, সংবিধানের বাইরে যেতে পারি না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আনুপাতিক পদ্ধতি...

ইসরায়েলি হামলা বাড়ছে, গাজায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার হামলায় নতুন করে আরও অন্তত...

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা