ছবি: সংগৃহীত
সারাদেশ

হরিপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: সমাজের এতিম, অসহায় ও ছিন্নমূল মানুষ অর্থের অভাবে ইফতারে ভালমন্দ খেতে পান না। সেসব অসহায় মানুষের মাঝে ভাত-মাংসসহ প্রত্যহ ইফতার তুলে দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সাংবাদিক কবিরুল ইসলাম কবির।

আরও পড়ুন: আমদানির খবরে অর্ধেকে নামল পেঁয়াজের দাম

দুপুর থেকে চলে রান্না-বান্না, বিকেলে চলে প্যাকেটিং। তারপর একটি নির্ধারিত এতিমখানায় ইফতার নিয়ে হাজির হন তিনি। নিজ হাতে তুলে দেন অসহায় এতিম শিশুদের হাতে।

ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৬৫ কিলোমিটার দূরের সীমান্তবর্তী উপজেলা হরিপুর। এই উপজেলার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কবিরুল ইসলাম কবির পেশাগত কারণে সারা বছর সাধারণ মানুষের সেবায় কাজ করেন।

চলতি রমজান মাসে এলাকার দরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণের মানবিক উদ্যোগ হাতে নিয়েছেন। প্রবাসী ছোটভাই মাসুদের সহায়তায় নিজস্ব অর্থায়নে শুরু করেছেন এই মহতি উদ্যোগ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

মাসব্যাপী এই উদ্যোগ সফল করতে সকাল থেকে চলে বাজার সদাই। দুপুরে পরিবার-পরিজনদের সহায়তায় চলে রান্না-বান্না। বিকেলে চলে খাবার প্যাকেটিং। তারপর নির্ধারিত সময়ে অটোচার্জার গাড়িতে করে নিদিষ্ট এতিমখানায় ইফতার পৌঁছে দিচ্ছেন তিনি।

এতে প্রতিদিন ৭-৮ হাজার টাকা ব্যয় হয়। নিজস্ব লোকজন দিয়ে বেশিরভাগ কাজ করার কারণে খরচ অনেকটা কম পড়ে। নইলে হোটেল থেকে ১০০ লোককে ইফতার দিতে গেলে ব্যয় হতো কমপক্ষে দেড় হাজার টাকা।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে জেলার হরিপুর উপজেলার চৌরঙ্গী দারুল হাদিস সালাফিয়া মাদরাসা ও এতিমখানায় বালক ও বালিকা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারে ছিল খেঁজুর, ভাত, মাংস, সবজী, শসা ও চপ।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

ইফতার পেয়ে এতিমখানার নিবাসীদের মাঝে দারুন আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সকলে পেটভরে তৃপ্তি সহকারে খায়।

শিক্ষার্থীরা বলে, এর আগে এ ধরনের ইফতার আমরা পাইনি। এ ইফতার আমাদের মনকে ঠান্ডা করে দিয়েছে। তারা সকলে সন্তুষ্টি প্রকাশ করে।

মাদরাসা পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আমরা আজকে ইফতার করলাম এলাকার বড়ভাই কবির সাংবাদিকের আয়োজনে। একটা বাচ্চার ভাল মতো খেতে যতটুকু লাগে, সবই ছিল প্যাকেটে। সকলে পরিতৃপ্তি সহকারে খেতে পেরেছে।

আরও পড়ুন: ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

এলাকাবাসী বলেন, হরিপুর উপজেলায় অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, কোন এতিমখানা বা গরীব দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে। কিন্তু উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির ভাই এই মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন।

প্রথম রমজান থেকে এই কর্মসূচি চলবে শেষ রমজান পর্যন্ত। পরিবারের লোকজনও এর পেছনে সময় ব্যয় করলেও কাউকে রাগ করতে দেখা যায় না। কবির ভাই প্রতিদিন বাড়িতে রান্না করে রাস্তার মোড়ে মোড়ে গরীব-অসহায় রোজাদার মানুষের হাতে খাবার পৌঁছে দিচ্ছেন।

আরও পড়ুন: ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে

সাংবাদিক কবিরুল ইসলাম কবির বলেন, আমরা প্রতি বছর রমজানে গরীব অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করি। কিন্তু এ বছর নতুন এই উদ্যোগ হাতে নিয়েছি। এজন্য অনেক পরিশ্রম করতে হয়। প্রতিদিন কমপক্ষে ৭-৮ হাজার টাকা ব্যয় হয়।

তবে দিনশেষে একজন দরিদ্র বা এতিম শিক্ষার্থী যখন তৃপ্তি সহকারে খেতে পারে, তখন খুব ভাল লাগে। বিদেশে কর্মরত ছোটভাই মাসুদের সহযোগিতায় আমি এই উদ্যোগ চালাচ্ছি। আশা করি, রমজানের শেষ দিন পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

প্রার্থী হওয়ার ঘোষণার পর হত্যার হুমকি, গানম্যান চাইবেন হিরো আলম!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমক...

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের জন্য নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরব...

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা