ছবি: সংগৃহীত
বাণিজ্য

আমদানির খবরে অর্ধেকে নামল পেঁয়াজের দাম  

নিজস্ব প্রতিবেদক: ভারতে পেঁয়াজ সংকট দেখা দেয়ায় ডিসেম্বর থেকে পরবর্তী ৩ মাস বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় দেশটি। এ অবস্থায় বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা।

এদিকে রমজান শুরু হওয়ায় আরেক দফা দাম বাড়ে পণ্যটির। তবে এবার আমদানির খবরে হঠাৎ পেঁয়াজের দাম কমে অর্ধেকে নেমে এসেছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মজুত বৃদ্ধির কারণে নয়, বরং শুধুমাত্র আমদানির খবরে মাত্র ২ দিনে অর্ধেকে নেমে এসেছে পেঁয়াজের দাম। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তাদের অবৈধভাবে মজুত করা পেঁয়াজ এখন বাজারে ছাড়তে শুরু করেছে।

এতে পেঁয়াজের দাম পাইকারি মোকামে মনপ্রতি কমেছে ১৪০০ টাকা। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও। মাত্র ৩ দিন আগেও প্রতিকেজি দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১১০ টাকায় বিক্রি হলেও এখন রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ব্যবসায়ীরা মন চাইলে দাম বাড়াচ্ছে, আবার মন চেয়েছে দাম কমাচ্ছে। এতেই প্রমাণ হয় ভোগ্যপণ্যের বাজারে সরকারের আরও বেশি নিয়ন্ত্রণ প্রয়োজন। সেই সাথে বাজার মনিটরিং আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা।

সোমবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, বাংলাদেশে রফতানি করতে কৃষকদের থেকে পেঁয়াজ কিনেছে ভারত। এ পেঁয়াজের দাম হবে কেজি প্রতি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ টাকা ৪০ পয়সা।

এর আগে এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত এই কারণে ব্যবসায়ীরা গুদাম খালি করা শুরু করেন। বাড়তি মুনাফা লাভের আশায় যারা এতদিন অবৈধভাবে মজুত করে পেঁয়াজের দাম বাড়িয়েছে, এখন তারা মূল্য কমিয়ে বাজারে ছাড়তে থাকে। এছাড়া কৃষক পর্যায় থেকেও পণ্যটি বাজারে আসায় দাম কমতে থাকে।

রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলেন, ঢাকাসহ সারা দেশে যেসব স্থান থেকে পেঁয়াজ আসে, সেখানকার কিছু ব্যবসায়ী রোজায় বাড়তি মুনাফা পেতে পণ্যটি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। মোকাম পর্যায়ে দাম বাড়ার ফলে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেশি ছিল।

তারা আরও জানান, ইতিমধ্যে কৃষকের পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। সেই সঙ্গে ভারত থেকে পেঁয়াজ আসার খবরে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ বাজারে ছাড়ায় দাম কমছে। এরপরও ওই চক্র বাড়তি দম ধরেই মুনাফা করছে। এ সময় খুচরা বাজারে পেঁয়াজের দাম ৩০ টাকার বেশি হওয়ার কথা না।

কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, দেশের বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ আসায় পণ্যটির দাম কমেছে। অল্প লাভেই আমরা বিক্রি করছি। গত সপ্তাহে ১০০-১১০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। এখন ৫০-৬০ টাকায় বিক্রি করছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা