এস আর শফিক স্বপন, মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে অজ্ঞাতনামা বাসচাপায় শহিদ সরদার (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আরও পড়ুন: রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১
সোমবার (৪ মার্চ) সকালে শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদ সরদার ফরিদপুর জেলার সালথা উপজেলার জুগিরকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে শহিদ সরদার মোটরসাইকেলযোগে ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর ৫ নং ব্রীজ এলাকায় আসলে পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
আরও পড়ুন: সখীপুরে গৃহবধূকে মারধরের অভিযোগ
এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই শহিদ সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, গাড়ি চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন পরিবহনের সাথে দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এনজে